বিনোদন ডেস্ক: ছোটবেলা থেকেই সংস্কৃতির সঙ্গে বড় হয়েছেন সাবিলা নূর। প্রথমে নাচের সঙ্গে জড়িয়ে এরপর মডেলিং ও অভিনয় নিয়ে বর্তমান সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তিনি।
নাচ, গান ও অভিনয় নিয়েই তার বর্তমান পথচলা। চরিত্রকে জীবন্ত করে তুলতে সাবিলা নূরের বিকল্প নেই। এক লহমায় দর্শক বন্দি হন তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। তার অভিনীত নাটকগুলো দেখতে ইউটিউবে দর্শক ভিড় জমান মৌমাছির মতো। তবে এবার ওয়েব সিরিজে নাম লেখালেন সাবিলা নূর।
‘মারকিউলিস’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন সাবিলা। ওয়েব সিরিজে এটি তার প্রথম কাজ। এই সিরিজে তিনি ছাড়াও আছেন একঝাঁক তারকা। এতে ভীষণ উচ্ছ্বসিত তিনি।
এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে সাবিলা বলেন, ‘এই সিরিজে আমার চরিত্রের নাম জয়িতা। একটি মেয়ের জার্নির মাধ্যমে কিছু গল্প রিভিল হয়। একজন মেয়ে নতুন একটা ঘটনা নিয়ে কীভাবে তার জীবনকে কন্ট্রোল করবে সেটি এই সিরিজের মূল আলাপ। আসলে আমরা যখন টিভি সিরিজে কাজ করি তখন এত বড় টিমের সঙ্গে কাজ করার সুযোগ হয় না। এই কাজের অভিজ্ঞতা আমার সঙ্গে সারাজীবন থাকবে।’
সিরিজটি নির্মাণ করেছেন আবু শাহেদ ইমন। সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে সিরিজটি। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ। এটার অভিজ্ঞতা চমৎকার। অন্য সিরিজের তুলনায় এই গল্পের ধরন মৌলিক। সবার মিশেলে বেশ বড় আয়োজনের কাজটা হয়েছে।’
প্রসঙ্গত, শিগগিরই একটি ওটিটি মাধ্যমে মুক্তি পাবে ‘মারকিউলিস’। তারকা বহুল এই সিরিজে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, গিয়াস উদ্দিন সেলিম, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, শরীফ সিরাজ, সাবেরী আলম, আইশা খান, নাজিবা বাশার, পৌষালী অথৈ, মিলি বাশার, নাফিস আহমেদ, আফিয়া তাবাসসুম বর্ণ, মাজনুন মিজান, অশোক বেপারী প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available