• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:০৯:২৭ (13-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:০৯:২৭ (13-May-2025)
  • - ৩৩° সে:

বিনোদন

ভেঙে গেল নায়িকার ১৯ বছরের সংসার

১০ মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:০৪:০৮

ভেঙে গেল নায়িকার ১৯ বছরের সংসার

বিনোদন ডেস্ক: শোবিজের ভক্তদের আরো একটি মন খারাপের খবর। সংসার ভেঙেছে এক অভিনেত্রীর। এবার বিচ্ছেদ ঘোষণা করলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শুভাঙ্গী আত্রে। স্বামী পীযূষ পুরীর সঙ্গে ১৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন তিনি।

ভারতীয় জনপ্রিয় টিভি সিরিয়াল ‘অঙ্গুরী ভাবি’তে অভিনয় করা অভিনেত্রী সম্প্রতি জানিয়েছেন, প্রায় এক বছর ধরে তারা একসঙ্গে থাকছেন না। ২০০৩ সালে পীযূষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শুভাঙ্গী। দুই বছর পর তাদের একটি কন্যাসন্তান হয়।

এ প্রসঙ্গে অভিনেত্রী শুভাঙ্গী বলেন, প্রায় এক বছর হয়ে গেল একসঙ্গে থাকতে পারছি না। পীযূষ আর আমি আমাদের বিয়ে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম। পারস্পরিক শ্রদ্ধা, সাহচর্য, বিশ্বাস এবং বন্ধুত্বই মজবুত দাম্পত্যের ভিত্তি’, সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন শুভাঙ্গী।

তিনি আরো বলেন, পরিস্থিতি এখনো কঠিন। আমার পরিবারই সবসময় অগ্রাধিকার পায়, আমরা সবাই চাই আমাদের চারপাশে আমাদের পরিবার থাকুক। কিন্তু কিছু ক্ষতি পূরণ করা যায় না। এতো বছরের সম্পর্ক যখন ভেঙে যায়, তখন সেটা আপনাকে মানসিক ও ইমোশনালি প্রভাবিত করতে বাধ্য।

আমার ওপরও এর প্রভাব পড়েছিল, কিন্তু আমাদের এই পদক্ষেপ নিতে হয়েছিল এবং আমি এর সঙ্গে একমত হয়েছি। মানসিক স্থিতিশীলতা সবার আগে দরকার। আমি সবসময় বিশ্বাস করি যে প্রতিকূলতা আপনাকে শিক্ষা দেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ