বিনোদন প্রতিবেদক : বিনাকর্তনে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ ও জাকিয়া বারী মম অভিনীত সিনেমা ‘রেডিও’। এটি তাদের দ্বিতীয় সিনেমা। এর আগে ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত তৌকির আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন তারা।
কোনো ধরনের কাটছাঁট ছাড়াই সিনেমাহলে প্রদর্শনের অনুমতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির নির্মাতা অনন্য মামুন। তিনি জানিয়েছেন, ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে সিনেমাটি প্রদর্শিত হয়। সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে প্রশংসা করেন এবং আনকাট ছাড়পত্র দিয়েছেন।
নির্মাতা অনন্য মামুন বলেন, অনেকদিন পর আমার কোনো সিনেমা আনকাট সেন্সর ছাড়পত্র পেল। শুধু তাই নয়, সিনেমাটি দেখে সেন্সর বোর্ডের সম্মানিত সদস্যরা প্রশংসা করেছেন। এতে আমি ভীষণ আনন্দিত। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চের প্রথম সপ্তাহে সিনেমাটি মুক্তি দেব।
‘রেডিও’ সিনেমাটি ১৯৭১ সালের ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এতে রিয়াজ-মম ছাড়া আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, প্রাণ রায়সহ আরও অনেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available