• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:২১:০৭ (13-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:২১:০৭ (13-May-2025)
  • - ৩৩° সে:

বিনোদন

ভালোবাসা দিবসে আসছে ‌‘মনেরি উঠোন জুড়ে’

৯ ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৬:০৬:৫২

ভালোবাসা দিবসে আসছে ‌‘মনেরি উঠোন জুড়ে’

বিনোদন ডেস্ক : ভালোবাসার মানুষটি একদিনের জন্য কাছে না থাকলে কিংবা হারিয়ে গেলে অজানায়; কেবল তখনই আঁচ করা যায় কতোটা ভালোবাসা কাজ করে তাকে ঘিরে। এক ধরণের ঘোর কাজ করে মনে। স্মৃতির খেরোখাতা ভাসিয়ে নিয়ে যায় নষ্টালজিয়ায়। আমরা প্রায় সবাই এই শূন্যতা অনুভব করি। কিন্তু তা হয়তো প্রকাশ করতে পারি না। মনের সেই হাহাকার আর স্মৃতিমধুরতার বিষয় গানের কথায় তুলে এনেছেন তরুণ গীতিকার আশিক মুস্তাফা।

ভালোবাসা দিবসকে সামনে রেখে ১৩ ফেব্রুয়ারি বিকেলে এনওয়াইসি এন্টারটেইনমেন্ট তাদের ইউটিউব চ্যানেলে মুক্তি দেবে রোমান্টিক ও হৃদয়ছোঁয়া এই গানটি। ‘মনেরি উঠোন জুড়ে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন অনিরুদ্ধ শুভ। গানের সুর এবং সঙ্গীতায়োজনও করেছেন প্রতিভাবান এই শিল্পী। সুর ও সঙ্গীতায়োজন ছাড়াও একক গান-ভিডিও এবং নিয়মিত প্লেব্যাকে কণ্ঠ দিচ্ছেন অনিরুদ্ধ শুভ।

গানটি প্রসঙ্গে অনিরুদ্ধ শুভ বলেন, ‘বেশ রোমান্টিক ও হৃদয়ছোঁয়া একটা গান। শূন্যতা এবং হাহাকার যেমন আছে এই গানে, তেমনি তুমুল ভালোবাসার আবেগী সময়ও ধরা হয়েছে কথায়। আশা করছি শ্রোতা-দর্শকরা মুগ্ধ হবেন এই গানে।’

এনওয়াইসি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই গানের ভিডিওতে মডেলও হয়েছে প্রিয়াঙ্কা চৌধুরী ও মুশফিক মিম। নগর ঢাকার বিভিন্ন লোকেশন ঘুরে গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন টি ডে দিপক।

এনওয়াইসি এন্টারটেইনমেন্টের ইউটিউব লিংক : https://www.youtube.com/@nycentertainment7299

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ