• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:১৬:২০ (13-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৩:১৬:২০ (13-May-2025)
  • - ৩৩° সে:

বিনোদন

সৃজিতের সিনেমায় মৃণাল সেন হচ্ছেন চঞ্চল

৩০ ডিসেম্বর ২০২২ বিকাল ০৪:১৭:২৪

সৃজিতের সিনেমায় মৃণাল সেন হচ্ছেন চঞ্চল

চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি কিংবদন্তি  নির্মাতা মৃণাল সেনকে নিয়ে সিনেমা বানাচ্ছেন। নাম ‘পদাতিক’। এতে মৃণাল সেন চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

এর আগেও সৃজিত বায়োপিক বা ওই ধাঁচের ছবি করেছেন। যেমন শাবাশ মিঠু বা ভাওয়াল সন্ন্যাসীকে নিয়ে। কিন্তু নিঃসন্দেহে এটা সবচেয়ে চ্যালেঞ্জিং বলে মনে করেন এই নির্মাতা।

মৃণালের ভূমিকায় চঞ্চলকে নেওয়া প্রসঙ্গে সৃজিত মুখার্জি বলেন, ‘প্রথমত দুজনের মুখের মিল আছে। সেটা কাকতালীয়। কিন্তু মৃণালবাবুর মতোই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারালো এবং সজাগ। তাছাড়াও মৃণালবাবুর রাজনীতি চেতনা, তার যাপন এবং দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল। সেটা কাকতালীয় হতে পারে। কিন্তু মিলটা আছে।’

সিনেমাটির প্রযোজক ফিরদৌসুল হাসান বলেন, মৃণালের প্রয়াণদিবসে তারা এই ছবিটির ঘোষণা করতে চেয়েছিলেন। সে হিসেবে ঘোষণাও আসলো কিংবদন্তি নির্মাতার প্রয়াণ দিবসে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর প্রয়াত হয়েছিলেন তিনি।

চঞ্চল চৌধুরী বর্তমানে বাংলাদেশে আছেন। গত ২৭ ডিসেম্বর তার বাবা মারা যান। বাবা হারানোর বেদনার মাঝেই সুসংবাদটি পেলেন তিনি। 

জানা গেছে, এই সিনেমার শুটিং শুরু হবে জানুয়ারির মাঝামাঝি থেকে। শুটিং শুরুর আগে কলকাতায় পৌঁছবেন চঞ্চল। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ