• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৭:০৮:৩২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৭:০৮:৩২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

শিক্ষা

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ ৭০ হাজার শিক্ষার্থী

১০ এপ্রিল ২০২৫ সকাল ১১:২৬:২৫

কুমিল্লা বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ ৭০ হাজার শিক্ষার্থী

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা শিক্ষাবোর্ডে ৬টি জেলার ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন শিক্ষার্থীকে নিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ৭০ হাজার ১৫০ জন ছাত্র এবং ৯৯ হাজার ৫৩০ জন জন ছাত্রী রয়েছে। ছাত্র পরীক্ষার্থীর চেয়ে ছাত্রী পরীক্ষার্থী প্রায় ২০ হাজার বেশি।

কুমিল্লা শিক্ষাবোর্ডের ৬টি জেলা নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় ২৭৩টি কেন্দ্রের প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে।

পরীক্ষার প্রথম দিনে কুমিল্লা জিলা স্কুলে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিনুল কায়সার, মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সামছুল ইসলাম, পুলিশ সুপার নাজির আহম্মেদ খাঁন।

পরিদর্শন শেষে কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিনুল কায়সার সাংবাদিকদের বলেন, জেলা উপজেলা পর্যায়ের প্রশাসন এবং আইন শৃংখলা বাহিনীর সহায়তায় সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের প্রস্তুতি রয়েছে। শতভাগ নকলমুক্ত পরীক্ষা হবে। নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করার জন্য জেলা প্রশাসন নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কেন্দ্রের ২শ’ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


যেসব কারণে নষ্ট হাতে পারে স্মার্টফোন
২৯ এপ্রিল ২০২৫ রাত ০৮:৪৬:৩৮