• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আশ্বিন ১৪৩১ সন্ধ্যা ০৭:১৩:৪৮ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আশ্বিন ১৪৩১ সন্ধ্যা ০৭:১৩:৪৮ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

রায়পুরে এসএসসি ৯৬ ব্যাচের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে এসএসসি ৯৬ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে বন্যা দুর্গতদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বন্যা পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে রায়পুরে এসএসসি ৯৬ ব্যাচের বন্ধুদের আয়োজনে উপজেলার চর আবাবিল এস.ছি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনভর ফ্রি মেডিক্যাল সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।৯৬ ব্যাচের শিক্ষার্থী নুরে আলম সিপন, শিপলু ও কামরুল আল মামুনের তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি ছিলেন রায়পুরের সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান।১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনভর চিকিৎসা সেবা প্রদান করেন রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার পীযূষ চন্দ্র দাস, লক্ষ্মীপুর সদর হাসপাতালের ডাক্তার মো. আমিনুল ইসলাম, রায়পুর জনসেবা জেনারেল হাসপাতালের আর.এম. ও ডা. মো. ইউছুফ আলী ও পল্লি চিকিৎসক আহসান কবির মিলন।এসএসসি ৯৬ ব্যাচের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপকারভোগীরা জানায়, এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে প্রায় ৫ হাজার মানুষ চিকিৎসা সেবা ও ওষুধ সংগ্রহ করে উপকৃত হয়েছে। আমাদের এ ধারা অব্যাহত থাকবে।