• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই মাঘ ১৪৩১ দুপুর ১২:৪০:০৪ (26-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৩ই মাঘ ১৪৩১ দুপুর ১২:৪০:০৪ (26-Jan-2025)
  • - ৩৩° সে:

খাগড়াছড়িতে এসএসসি পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে এসএসসি পরীক্ষা-২৫ এর রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন পালন ও জেলা প্রশাসকের নিকট শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা।১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও সাধারণ পাহাড়ি শিক্ষার্থীদের যৌথ আয়োজনে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী প্রধান উৎসব বৈ-সা-বি উৎসবের দিনে নির্ধারিত এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন পূর্বক নতুন রুটিন প্রকাশের দাবি তুলেন আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। হিল উইমেন্স ফেডারেশনের আহ্বায়ক মায়া চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের ধনঞ্জয় ত্রিপুরা সঞ্চালনা করেন।এ সময় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক মনোতোষ ত্রিপুরা, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক কৃতিত্ব চাকমা এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষে অনিন্দা চাকমা। এ সময় বক্তারা (১২-১৬) এপ্রিল মাসের এই ৫ দিন সকল প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি জানান।