জ. ই বুলবুল: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি (বিআইএ) কর্তৃক শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
১৯ ফেব্রুয়ারি রোববার দুপুরে তাদের নিজস্ব সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক এম. এম ইব্রাহিম হোসাইন (এসিআইআই)।
এসময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অনুষদ সদস্য এ. এইচ. এম নাজমুছ শাহাদাৎ, সচিব মো. নজরুল ইসলাম, ফ্যাকাল্টি মেম্বার (গ্রেড-২) আবুল কালাম আজাদ, ইন্সট্রাক্টর অপর্ণা সাহা, পিআরও মো: মিরাজ হোসেন, ইন্সট্রাক্টর মো: হুমায়ুন কবীর, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, লাইব্রেরিয়ান মিস ইসরাত আরা বানু, ইন্সট্রাক্টর মো: রায়হানুল আবেদীন, মো: হুমায়ুন কবীর।
অনুষ্ঠান সহায়তায় ছিলেন মো. ফরমান আলী, মো. মহিউদ্দিন, জুয়েল আকন্দ, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ জহিরুল হক, শামসুন্নাহার বেগম, রবিউল ইসলাম, মো. শরীফ, মো. আক্তার হোসেন, শিল্পী বেগম, হিরো শেখ প্রমুখ।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। পরে বিভিন্ন গ্রুপের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পরিচালক এস এম ইব্রাহিম হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে রচনা প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন শহীদ বীর উওম লেঃ আনোয়ার গার্লস কলেজের নবম শ্রেণির ছাত্রী মাহজাবিন তাবাসসুম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available