নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহার আগে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। জুন মাসের প্রথম ২৩ দিনে দেশে ১৭৯ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এ অঙ্ক আগের মাসের চেয়ে সাড়ে ১০ কোটি মার্কিন ডলার বেশি।
২৫ জুন রোববার কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এরে আগে, মে মাসে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ১৬ লাখ মার্কিন ডলার। এ ধারা অব্যাহত থাকলে জুন মাস শেষে রেমিট্যান্স ছাড়িয়ে যাবে ২০০ কোটি মার্কিন ডলার।
খাত সংশ্লিষ্টরা বলছেন, ঈদে অনেকেই কোরবানি দেবে। তাই, কোরবানির পশু কিনতে বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা। গত ২৩ দিনে যে হারে রেমিট্যান্স এসেছে এ ধারা অব্যাহত থাকলে জুন মাসে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসবে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, জুন মাসের ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭৯ কোটি ৬৬ লাখ ডলার। প্রতি ডলারের মূল্য ১০৮ টাকা ৫০ পয়সা ধরে বাংলাদেশের মুদ্রায় এর পরিমাণ ১৯ হাজার ৪৯৪ কোটি টাকা। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৮৪ লাখ ৬০ হাজার ডলার, আর বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৫৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৪১ কোটি ৭৪ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।
উল্লেখ্য, কেন্দ্রীয় ব্যাংক রেমিট্যান্স বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে বিভিন্নভাবে উৎসাহ দিচ্ছে। সবশেষ সেবার বিনিময়ে দেশে রেমিট্যান্স আয় আনতে ফরম ‘সি’ পূরণ করার শর্ত শিথিল করেছে। পাশাপাশি সেবা খাতের উদ্যোক্তা ও রপ্তানিকারকদের ঘোষণা ছাড়াই ২০ হাজার মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা দেশে আনার সুযোগ দিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available