নিজস্ব প্রতিবেদক: দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংশ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে কদমতলী থানা সাংবাদিক ক্লাব ও সচেতন নাগরিক সমাজ।
৯ আগস্ট শনিবার রাজধানীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে কদমতলী সাংবাদিক ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মানবকণ্ঠের সোলাইমানের পরিচালনায় সভাপতিত্ব করেন দৈনিক নতুন সময়ের ব্যবস্থাপনা সম্পাদক সুমন চৌধুরী। এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আসগর ইমন।
হত্যাকাণ্ডের প্রতিবাদে শুরুতেই বক্তব্য রাখেন আজকের টাইমসের নিউজরুম এডিটর রাকিব হোসেন মিলন, কালের কন্ঠের মোস্তাফিজুর রহমান মিলন, এশিয়ান টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এম এইচ রনি, বিজনেস জার্নালের সম্পাদক হাসান কবির জনি, সকালের সময়ের মাহমুদুল হাসান, নিউজ টুয়েন্টি ফোরের সিনিয়র সাংবাদিক জাহিদুল ইসলাম সুজন, নিউজ টুয়েন্টি ওয়ানের রনি মজুমদার, কালবেলার সাংবাদিক ত্বকী, স্বাধীন সংবাদের সম্পাদক আনোয়ার আকাশ ও জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকির মাঝি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available