• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে আষাঢ় ১৪৩২ সকাল ০৮:০০:৫০ (04-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে আষাঢ় ১৪৩২ সকাল ০৮:০০:৫০ (04-Jul-2025)
  • - ৩৩° সে:

বাগেরহাটে স্কুলের সামনে ময়লা ফেলা বন্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে ময়লা ফেলার প্রতিবাদে   মানববন্ধন করেছে বাগেরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মুখে বাগেরহাট পৌরসভা প্রশাসন স্কুলের বিপরীতে ময়লা ফেলা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন।৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট পৌরসভার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে উপস্থিত ছিলেন, সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী ও জেলা ছাত্র দলনেতা শেখ আল মামুন, মোহাম্মদ মাহবুবুল আলম, শেখ শহিদুর রহমান ভুট্টো, শামিম মুন্সি, মাহিন হাসনাইন সার্জা, রোহিত হালদার, শেখ আল-আমিন হোসেন, ইমন শেখ, শেখ বাহাউদ্দিন ফাহিম, রবিউল ইসলাম, শেখ আকিব আহসান, শুভ্রত মজুমদার, কাজী তাসকিন, সরদার আব্দুল্লাহ, জিসান কাজী, আব্দুল্লাহ ফকির, সিয়াম, অনিন্দ্য সাহাসহ আরও অনেকে।প্রতিবাদ কর্মসূচির বক্তারা বলেন, বহুদিন ধরে আমরা নানা মাধ্যমে এই সমস্যা তুলে ধরেছি। আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা সবাই একত্রিত হয়েছি, আর অবশেষে পৌরসভা আমাদের দাবি মেনে নিয়েছে। শুধু তাই নয়, যে রাস্তা ভেঙে গিয়েছিল, সেটিও সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছে পৌর কর্তৃপক্ষ।বাগেরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মাসুদ বলেন, যেখানে ময়লা ফেলা হতো, সেটা আমাদের সেকেন্ডারি ডাম্পিং স্টেশন ছিল। তবে যেহেতু শিক্ষার্থীরা এতে আপত্তি জানিয়েছে, আমরা বিষয়টি বিবেচনায় নিয়ে আজ থেকেই সেখানে ময়লা ফেলা বন্ধ করেছি।