শ্রীপুরে মাদক কারবারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীর ও তার সহযোগী ইমনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকাবাসী।২০ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় কয়েকশ ভুক্তভোগী ও স্থানীয় জনতা বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করেন।বিক্ষুব্ধ জনতার দাবি, কেবল মাদক নির্মূলই নয়, বরং জাহাঙ্গীরের চক্রান্তে নিরীহ মানুষের নামে হওয়া 'সাজানো মামলা' পুনরায় তদন্ত করে তাদের দ্রুত অব্যাহতি দিতে হবে।উল্লেখ্য, গত পহেলা জানুয়ারি পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় মূল হোতা হিসেবে কুখ্যাত মাদক কারবারি জাহাঙ্গীরের নাম উঠে আসে। এরপর থেকেই তাকে গ্রেফতারে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। গত সপ্তাহে র্যাব জাহাঙ্গীরকে গ্রেফতার করলে ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে ওই এলাকায় আনন্দ মিছিল করেন স্থানীয়রা। দীর্ঘদিন জাহাঙ্গীরের অত্যাচারে অতিষ্ঠ মানুষ সে সময় একে অপরের মাঝে মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করেন।স্থানীয়রা অভিযোগ করেন, জাহাঙ্গীর কারাগারে থাকলেও তার সহযোগী ইমন ও সিন্ডিকেটের অন্য সদস্যরা এলাকায় পুনরায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ইমনের অত্যাচার ও হুমকির মুখে ভুক্তভোগী পরিবারগুলো আবারও নিরাপত্তা সংকটে পড়েছে। এরই প্রতিবাদে মঙ্গলবার দুপুরে পুনরায় রাজপথে নামেন এলাকাবাসী। মানববন্ধনে উপস্থিত নারীরা জাহাঙ্গীরের বাহিনীর হাতে বিভিন্ন সময় নির্যাতনের রোমহর্ষক বর্ণনা দেন।মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এলাকাবাসী প্রশাসনের কাছে প্রধান চারটি দাবি তুলে ধরেন:১. সিন্ডিকেট নির্মূল: কুখ্যাত মাদক সম্রাট জাহাঙ্গীর ও তার সহযোগী ইমনের নেটওয়ার্ক অবিলম্বে ধ্বংস করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।২. মিথ্যা মামলা প্রত্যাহার: জাহাঙ্গীর নিজের প্রভাব খাটিয়ে স্থানীয় যেসব নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা দিয়েছে, সেগুলো দ্রুত বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রত্যাহার করতে হবে।৩. নিরাপত্তা নিশ্চিতকরণ: মাদক ব্যবসায়ীদের ভয়ে ভীত সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ।৪. মামলা পুনঃতদন্ত: অতীতে জাহাঙ্গীরের প্ররোচনায় পুলিশি অভিযানে যাদের অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে, সেই মামলাগুলো পুনরায় যাচাই-বাছাই করা।বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে মাদক কারবারিদের এই সিন্ডিকেট পুরোপুরি নির্মূল করা না হয় এবং নিরীহ মানুষদের হয়রানি বন্ধ না হয়, তবে তারা আরও কঠোর কর্মসূচির ডাক দেবেন।