• ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩২ রাত ০১:১৩:০৫ (06-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২১শে আষাঢ় ১৪৩২ রাত ০১:১৩:০৫ (06-Jul-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

উদ্যোক্তাদের বিজনেস গ্রোথ নিয়ে ব্রেক দ্যা সেলস কোড প্রোগ্রাম

৫ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৪৭:৪০

উদ্যোক্তাদের বিজনেস গ্রোথ নিয়ে ব্রেক দ্যা সেলস কোড প্রোগ্রাম

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে আজ তরুণ উদীয়মান উদ্যোক্তাদের জন্য বিজনেস গ্রোথ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত। জুলাই আন্দোলনে শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে শুরু হয় কনটেন্ট কিং আয়োজিত বেওয়েভ প্রেজেন্টস ব্রেক দ্যা সেলস কোড প্রোগ্রামটি।

প্রোগ্রামে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, স্টার্টআপ মাইন্ড  এর চেয়ারম্যান, হোসাইন আল মামুন, কনটেন্ট কিং সিইও মো, ইকরাম ও বে ওয়েভ হোটেল এন্ড রিসোর্টস লিমিটেড এর চেয়ারম্যান নাজমুল হাসান রাজু।

হোসাইন আল মামুন তার বক্তব্যে প্রতি নিয়ত নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য উদ্যোক্তাদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। 

সেলস হচ্ছে বিজনেসের হৃদপিন্ড, তাই সেলস বৃদ্ধিতে অনেক বেশি ক্রিয়েটিভ হওয়ার দিকে নজর দিতে বলেন, কনটেন্ট কিং সিইও মো. ইকরাম।  তিনি তার আলোচনায়, মার্কেটিং খরচ কমিয়ে সেলস বাড়ানোর মাধ্যমে বিজনেসের পরিধি বাড়াতে কিছু গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে উদ্যোক্তাদের পরামর্শ দেন।

ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগগুলোকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করেন নাজমুল হাসান রাজু। বেওয়েভ হোটেল এন্ড রিসোর্টস লিমিটেড এর চেয়ারম্যান বলেন, উদ্যোক্তাদের বড় ভিশণ টার্গেট করে সঠিক স্ট্র্যাটেজি অনুসরন করেই লং টাইম পরিকল্পনা নিয়ে বিজনেস গ্রোথ এর পরিকল্পনা করতে হবে। বেওয়েভ হোটেল এন্ড রিসোর্টের বিভিন্ন প্রজেক্টগুলো সম্পর্কেও  তিনি পরিচয় করিয়ে দিন।

ফটোসেশন ও নেটওয়ার্কিংয়ের আয়োজন অনুষ্ঠান শেষে এক উচ্ছ্বাসময় পরিবেশ সৃষ্টি করে, যা উদ্যোক্তাদের জন্য বাড়তি আনন্দ ও সুযোগের দ্বার খুলে দেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ