• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে শ্রাবণ ১৪৩২ দুপুর ১২:৩০:৩১ (10-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৬শে শ্রাবণ ১৪৩২ দুপুর ১২:৩০:৩১ (10-Aug-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

পীরগঞ্জে মাদক কারবারি গ্রেফতার

১০ আগস্ট ২০২৫ সকাল ০৯:৪৫:২০

পীরগঞ্জে মাদক কারবারি গ্রেফতার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার ১২ নং মিঠিপুর  ইউনিয়নের গোবরা কুতুবপুর গ্রামে যৌথবাহিনীর অভিযানে আজিজ আকন্দ মহাজন  (৬০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, মোবাইল এবং নগদ টাকা উদ্ধার করা হয়।

সেনা ও পুলিশ সূত্রে জানা যায়, আজিজ আকন্দ মহাজন (৬০) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন।

তার বিরুদ্ধে ইতিপূর্বে পীরগঞ্জ থানায় চারটি মাদক মামলা রয়েছে। স্থানীয়ভাবে চিহ্নিত হলেও এর আগে তাকে গ্রেফতারে পুলিশের একাধিক অভিযান ব্যর্থ হয়।

এবার পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি সেনা কর্তৃপক্ষকে অবহিত করেন এবং যৌথ অভিযানের জন্য আহ্বান জানান। পরবর্তীতে পীরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলামের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

৯ আগস্ট শনিবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে আজিজ আকন্দ মহাজনকে তার বাড়ি থেকে আটক করা হয়। এসময় ৫শ’ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি চাপাতি, মোবাইল ১টি, নগদ টাকা ৫০০ টাকা এবং ইয়াবা সেবনের প্রচুর সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

শৈলকুপায় বৃদ্ধ কৃষককে হাতুড়িপেটা
১০ আগস্ট ২০২৫ দুপুর ১২:২৭:৪২