আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের জয় পাওয়াকে উপহাস করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান তার জনগণকে বোঝাতে সক্ষম হয়েছে যে তারা জয়ী হয়েছে। কিন্তু বাস্তবতা হলো জয় তাদের ‘মনে মনে’। খবর এনডিটিভি
আইআইটি মাদ্রাজে এক সভায় পাকিস্তানকে খোঁচা দিয়ে দ্বিবেদী বলেন, এভাবেই তারা নিজেদের জনগণ এবং যারা ভারত বিরোধী তাদেরকে প্রভাবিত করতে পেরেছে।
ভারতের সেনাপ্রধান বলেন, ‘আপনি যদি কোনো পাকিস্তানিকে জিজ্ঞেস করেন, হেরেছ নাকি জিতেছ, সে বলবে—আমার সেনাপ্রধান ফিল্ড মার্শাল হয়ে গেছেন, মানে আমরা নিশ্চয়ই জিতেছি।’
ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে সংঘাতে পাকিস্তানের সেনাপ্রধান আসীম মুনির ব্যাপক সাহসিকতার পরিচয় দেয়ায় তাকে ফিল্ড মার্শালে ভূষিত করা হয়। যা দেশটির সেনাবাহিনীর মধ্যে সর্বোচ্চ র্যাঙ্ক।
ভারতের সেনাপ্রধান বলেন, পাকিস্তানের কৌশলের বিরুদ্ধে ভারতের সেনাবাহিনী নিজস্ব প্রক্রিয়ায় কাজ করেছে। সোশ্যাল মিডিয়াসহ অন্যান্য প্লাটফর্ম ব্যবহার করে মানুষের কাছে বার্তা পৌঁছে দেয়া হয়েছে। কৌশলগত বার্তা ছিল খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম বার্তাটি ছিল যে, ন্যায়বিচার সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, দুই নারী অফিসারের নেতৃত্বে সেনা ও বিমানবাহিনী যৌথ সাংবাদিক সম্মেলন, লেফটেন্যান্ট কর্নেল ও এক জুনিয়র কমিশন্ড অফিসারের তৈরি লোগো—সবই ছিল পরিকল্পিত কৌশলগত প্রচারের অংশ।
উপেন্দ্র দ্বিবেদী তার বক্তব্যে রাজনৈতিক সদিচ্ছা নিয়েও প্রশংসা করেন। পহেলগাম হামলার পরদিন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিন বাহিনীর প্রধানদের ডেকে বলেন, যথেষ্ট হয়েছে। পরে তিনি আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। এই আস্থা ও রাজনৈতিক স্পষ্টতা মনোবল বাড়িয়ে দিয়েছিল।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারী পর্যটকদের উপর হামলা চালায়। এতে ২৬ জন নিহত হয়। এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করে এক পর্যায়ে অপারেশন সিুঁদর পরিচালনা করে ভারত।
যদিও পেহেলগামে হামলার ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে পাকিস্তান। তারপরও ভারত হামলা চালানোর পর শক্ত জবাব দেয় ইসলামাবাদ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available