কুরিয়ারে ইয়াবা পাচার, মাদক কারবারি আটক
মানিকগঞ্জ প্রতিনিধি: এস এ পরিবহণ কুরিয়ার সার্ভিস ব্যবহার করে ইয়াবা পাচারের সময় র্যাবের অভিযানে লিয়াকত আলী ওরফে শাহীন (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ শহরের খালপাড় এলাকায় অবস্থিত এস এ পরিবহণ কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৪ এর মানিকগঞ্জ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-৩ এর একটি আভিযানিক দল।র্যাব সূত্রে জানা যায়, কক্সবাজারভিত্তিক একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র শাহীনের নামে এস এ পরিবহণ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট বুকিং করে মানিকগঞ্জে পাঠায়। পরে জামালপুর জেলা শহর থেকে মানিকগঞ্জে এসে চালানটি গ্রহণ করার সময় র্যাব তাকে হাতেনাতে আটক করে।আটক লিয়াকত আলী ওরফে শাহীন শেরপুর জেলার গুগুরাকান্দি এলাকার ফজলুল হকের ছেলে। তিনি বর্তমানে জামালপুর জেলা শহরে বসবাস করছিলেন বলে জানিয়েছে র্যাব।র্যাব-৪ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাজহারুল হক জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এস এ পরিবহণ কুরিয়ার সার্ভিস অফিস থেকে ইয়াবাসহ শাহীনের গ্রেফতার নিশ্চিত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার মাদক পাচারের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।’তিনি আরও জানান, ‘আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’