• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে অগ্রহায়ণ ১৪৩২ সকাল ০৯:০০:৩২ (11-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রংপুরে হেরোইন উদ্ধার, স্বামী-স্ত্রীসহ আটক ৩

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুর মহানগরের হারাগাছ থানাধীন এলাকায় বসতবাড়িতে তল্লাশি চালিয়ে অর্ধলক্ষ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদক কারবারি স্বামী ও স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়।আটকরা হলেন, রংপুর সিটির কার্তিক মধ্যপাড়ার হারুনুর রশিদ ওরফে হারুন (৪৫), তার স্ত্রী দুলালী বেগম (৩৫) ও কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরের দালালহাট এলাকার মাইদুল কবির ‍ওরফে রাজু (৪৮)।১০ ডিসেম্বর বুধবার তাদের তিনজনকে মাদক নিয়ন্ত্রণ মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে হারাগাছ থানা পুলিশ।রংপুর মেট্রোপলিটন এলাকার হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, তাদের কাছে তথ্য আসে কার্তিক মধ্যপাড়া এলাকায় হারুনুর রশিদ ওরফে হারুনের বসতবাড়িতে মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে। মঙ্গলবার রাতে এসআই মো. আজমত আলীসহ পুলিশের টিম কার্তিক মধ্যপাড়া এলাকায় পৌঁছালে টের পেয়ে মাদক কারবারি হারুনুর রশিদ ওরফে হারুন ও তার স্ত্রীসহ তিনজন পালানোর চেষ্টা করে। তাদের আটকের পর হারুনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ভাংড়ি মালামালের ঘরে লুকিয়ে রাখা প্লাস্টিকের কৌটা থেকে ১৮ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।ওসি আজাদ রহমান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। মানুষের নিরাপত্তা এবং যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।