উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক মাদক করবারি গ্রেফতার
উত্তরা প্রতিনিধি : রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর থানারোড এলাকা হতে ১০,৭৫৫ পিচ ইয়াবাসহ সুমন মোল্লা নামে এক মাদক করবারিকে গ্রেফতার করেছে উত্তরা আর্মি ক্যাম্প।১৭ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা আব্দুলপুর এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর একটি টিম এবং হাতেনাতে মাদক ব্যবসায়ীকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষ থানায় হস্তান্তর করা হয়।সেনাবাহিনী জানায়, আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।