ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক ৩
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার দক্ষিণ কামারগ্রাম এলাকায় মাদকবিরোধী অভিযানে তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা, ১৭ পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচটি মোবাইল ফোন ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।ফরিদপুর সেনাবাহিনীর ক্যাম্প সূত্র জানিয়েছে, স্থানীয়দের দেয়া তথ্য মতে ২৬ জুন বৃহস্পতিবার ভোরে কামারগ্রামে এই অভিযান চালানো হয়।অভিযানে মুরাদ হোসেন (৩৭), রিপন শেখ (৪০) এবং নিলা বেগম (৪০) নামে তিন জনকে হাতে নাতে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।সেনা সূত্র জানিয়েছে, এর মধ্যে আটক রিপন শেখ মাদক সংশ্লিষ্ট অপরাধে এর আগেও একাধিকবার অভিযুক্ত হয়েছিলেন। সর্বশেষ গত ৩ মার্চ ২০২৫ তারিখে বোয়ালমালী সেনা ক্যাম্পের পরিচালিত একটি অভিযানে তিনি গ্রেফতার হন এবং কারাভোগের পর সম্প্রতি মুক্তি পান। মুক্তির পর তিনি পুনরায় মাদক কারবারে জড়িয়ে পরেন।আটককৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত মাদক ও সরঞ্জামাদি বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।ফরিদপুরের বোয়ালমালী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।