ডেস্ক রিপোর্ট: রাজধানীর মাটিকাটা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ ১০ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
১৯ মে সোমবার দিবাগত গভীর রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাষানটেক সেনা ক্যাম্প থেকে পরিচালিত একটি বিশেষ অভিযানে রাজধানীর মাটিকাটা এলাকা থেকে ৩টি স্বয়ংক্রিয় পিস্তল, ১টি রিভলবার ও ২৮ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
২০ মে মঙ্গলবার সকালে আইএসআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই অভিযানে কুখ্যাত ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ভাষানটেক সেনা ক্যাম্প থেকে দীর্ঘদিন ধরে গ্যাংটির কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযানটি পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনার সময় ভোর ৫টার দিকে গ্যাংয়ের সদস্যরা গ্রেফতার এড়াতে টহল দলের ওপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করে। সেনা সদস্যরা সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরবর্তীতে তাদের গ্রেফতার করে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available