• ঢাকা
  • |
  • রবিবার ২২শে আষাঢ় ১৪৩২ সকাল ০৯:৫১:৫৫ (06-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২২শে আষাঢ় ১৪৩২ সকাল ০৯:৫১:৫৫ (06-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

লক্ষ্মীপুরে চলছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

২০ মে ২০২৫ সকাল ১০:২৯:৩৪

লক্ষ্মীপুরে চলছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে তিনদিন ব্যাপী চলছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মেলা ২০২৫। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান সম্পর্কিত নানান রকম উদ্ভাবন নিয়ে তাদের স্টলগুলোতে প্রদর্শনী করেছেন।

১৯ মে সোমবার সকালে ‘জ্ঞান বিজ্ঞানের করবো জয়, সেরা হবে বিশ্বময়’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫  আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। প্রধান অতিথি মেলা প্রাঙ্গণে ফিতা কেটে  আনুষ্ঠানিকভাবে তিনদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন ঘোষণা করেন।

এসময় তিনি ঘুরে ঘুরে মেলার প্রত্যেকটি স্টল পরিদর্শন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন, লক্ষীপুর সরকারের মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলী রানা, জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ