• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ দুপুর ০২:৫৭:৪১ (13-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ দুপুর ০২:৫৭:৪১ (13-May-2025)
  • - ৩৩° সে:

বিবাদ মীমাংসা করতে গিয়ে কাঁচির আঘাতে আহত পুলিশ কর্মকর্তা

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে পারিবারিক বিবাদ মীমাংসার করতে গিয়ে পুলিশের এসআই আলমগীর কবির (২৯) কাঁচির আঘাতে আহত হয়েছেন। ১১ মে রোববার বিকেল সাড়ে পাঁচটায় তিনি জয়পুরহাট জেনারেল হাসপাতালে সার্জারি বিভাগে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন ডা. কাজী ইসমাইল হোসেন।আহত পুলিশ কর্মকর্তা আলমগীর কবির (২৯) পাঁচবিবি থানার উপ-পরির্দশক পদে কর্মরত আছেন বলে জানা গেছে।জয়পুরহাট জেনারেল হাসপাতালের সার্জারি কনসালটেন্ট কাজী ইসমাইল হোসেন বলেন, পাঁচবিবি থানার এসআই আলমগীর কবির কাঁচির আঘাতে আহত হয়ে বিকেল সাড়ে পাঁচটায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন ভালো আছেন।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, রোববার বিকেলে পুলিশ জরুরি পরিষেবা ৯৯৯ নম্বর কল পেয়ে পারিবারিক বিবাদ মীমাংসার জন্য এসআই আলমগীর কবির পাঁচবিবির পাটাবুকা নামক গ্রামে যান। সেখানে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার সময় হঠাৎ সে উত্তেজিত হয়ে এসআই আলমগীরকে কাঁচি দিয়ে আঘাত করে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে সে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।এ বিষয়ে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, ‘ঘটনা শোনার পর হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলাম।’ এ বিষয়ে মামলা হবে বলেও জানান তিনি।