নিজস্ব প্রতিবেদক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের আয়োজনে দু’দিনব্যাপি (সেপ্টেম্বর ২৫-২৬) ‘ডিআইইউ ফার্মা ক্যারিয়ার এক্সপো’ উদ্বোধন করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর সোমবার ‘বিশ্ব ফার্মাসিস্টস দিবস ২০২৩’ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নলেজ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘ফার্মেসি স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করে’ এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের সাথে তাদের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা শেয়ার করেন এবং ক্যারিয়ার নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার ওষুধ শিল্পের গুরুত্ব এবং শিল্পের চাহিদা পূরণে শিক্ষার্থীদের প্রস্তুত করতে ডিআইইউ’র ভূমিকা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান। তার বক্তব্যে তিনি স্বাস্থ্যসেবা খাতে বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় ফার্মেসির ক্ষেত্রে গবেষণার প্রয়োজনীয়তার উপর জোর দেন।
ফার্মাসিউটিক্যাল শিল্পে গবেষণা এবং উদ্ভাবন প্রচারের জন্য আরও বেশী বেশী এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজন আছে বলে অভিমত ব্যক্ত করেন মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান। এসময় ইভেন্টে সহায়তাকারী সকল প্রতিষ্ঠান এবং পৃষ্ঠপোষকদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের পরিচালক (বিপণন) মো. শামীম আলম খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অ্যাফেয়ার্সের ডীন প্রফেসর ড. মোস্তফা কামাল, এলাইড হেলথ সায়েন্স্স অনুষদের ডীন প্রফেসর ড. মো. বেলাল হোসেন, ফার্মেসি বিভাগের সহযোগী বিভাগীয় প্রধান ড. শরিফা সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টলসমূহ পরিদর্শন করেন এবং ফটো সেশনে অংশ গ্রহণ করেন।
দু’দিনব্যাপি এ অনুষ্ঠানে র্যালি, ফার্মা অলিম্পিয়াড, সেমিনার, কর্মশালা, পোস্টার প্রেজেন্টেশন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ রয়েছে নানা আয়োজন। সহস্রাধিক শিক্ষার্থী, এল্যামনাই ও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞ ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করবেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available