• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ রাত ০৯:৪২:১০ (19-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ রাত ০৯:৪২:১০ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ইবি অধ্যাপককে মারধর করা ব্যাংক কর্মকর্তাকে বরখাস্ত

৯ জুন ২০২৩ দুপুর ০১:০৭:২৫

ইবি অধ্যাপককে মারধর করা ব্যাংক কর্মকর্তাকে বরখাস্ত

ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানকে মারধরের অভিযোগে ব্যাংক কর্মকর্তা সোহেল মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অগ্রণী ব্যাংক কর্মচারি চাকুরি প্রবিধানমালা ২০০৮-এর ৪৪ ধারা মোতাবেক সোহেলকে এই শাস্তি দেয়া হয়।

৮ জুন বৃহস্পতিবার অগ্রণী ব্যাংক খুলনা সার্কেলের উপ-মহাব্যবস্থাপক মো. মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে অভিযুক্ত সোহেল মাহমুদকে এ আদেশ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়াস্থ অগ্রনী ব্যাংক চৌড়হাস শাখায় কর্মরত সোহেল মাহমুদের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানকে মারধরের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছে। যা বিভিন্ন পত্রিকা এবং অনলাইন মিডিয়ায় প্রকাশিত হওয়ায় ব্যাংকের সুনাম এবং ভাবমূর্তি মারাত্মক ভাবে ক্ষুন্ন হয়েছে। এছাড়াও ব্যাংকের চেয়ারম্যান বরাবর বিভাগের শিক্ষার্থীদের দেয়া স্মারকলিপি উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টিগোচর হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংকের একজন কর্মকর্তা হয়ে ব্যাংকের এই ধরণের স্বার্থবিরোধী কর্মকাণ্ড একটি শাস্তিযোগ্য অপরাধ। যার ফলে বিধান মোতাবেক এই সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হলো। বরখাস্তের আদেশ ৮ জুন ২০২৩ থেকেই কার্যকর থাকবে। তবে, বরখাস্ত থাকাকালীন সময়ে অভিযুক্ত সোহেল মাহমুদ বিধি মোতাবেক সকল খোরাকি ভাতা প্রাপ্ত হবেন।

এর আগে, বুধবার সকালে কুষ্টিয়া হাউজিং ডি ব্লক আবাসিক এলাকায় হাঁটতে বের হলে ড. মোস্তাফিজুর রহমানের উপর হামলা চালান বলে অভিযোগ ওঠে এই ব্যাংক কর্মকর্তা সোহেলের বিরুদ্ধে। এসময় তাকে পরিবারসহ শহর ছাড়তে এবং অন্যথায় প্রাণনাশের হুমকি দেন সেই কর্মকর্তা। গুরুতর আহত অবস্থায় ড. মোস্তাফিজকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আব্দুল বারী।

এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি থেকে এক বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানানো হয় এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি
১৯ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৩৬:৫১