• ঢাকা
  • |
  • শনিবার ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৮:৩৯ (24-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৮:৩৯ (24-May-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

'মুহূর্তের মায়াজাল'-এ উৎসবমুখর বাকৃবি

২৪ মে ২০২৫ দুপুর ১২:২৩:০৫

'মুহূর্তের মায়াজাল'-এ উৎসবমুখর বাকৃবি

বাকৃবি প্রতিনিধি: সৃজনশীল সংগঠন ‘অ্যাস্থেটিক বাউ’-এর উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন 'মুহূর্তের মায়াজাল: ফটো, আর্ট এন্ড ক্রাফ্ট এক্সিবিশন সিজন-২।'

২৩ মে শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় ওই অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

বিকেল হতেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শতাধিক শিক্ষক-শিক্ষার্থী শাড়ি ও পাঞ্জাবি পরিধান করে দলে দলে অনুষ্ঠানস্থলে সমবেত হন। গান, কবিতা এবং আলোকসজ্জার মেলবন্ধনে পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর। কেউ পিঠা বিক্রি করছেন, কেউ নিজ হাতে তৈরি শিল্পকর্ম প্রদর্শন করছেন, আবার অনেকেই বন্ধুদের সঙ্গে বিকেলটা উপভোগ করছেন প্রাণখুলে।

অনুষ্ঠানে ছিল লাইভ ফটো কনটেস্ট, বায়োস্কোপ, সাংস্কৃতিক পরিবেশনা, ১০০০ কাপ চা পরিবেশনসহ নানা আয়োজন। শিক্ষার্থীরা রঙতুলির ছোঁয়া, হাতে তৈরি কারুশিল্প এবং মুঠোফোনে তোলা ছবির মাধ্যমে ক্যাম্পাসের জীবনধারা ও অনুভূতি ফুটিয়ে তোলেন।

ছবি ও আর্ট-ক্রাফট বিভাগে সেরা ৩টি করে মোট ৬টি শিল্পকর্মকে পুরস্কৃত করা হয়। অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হয় সার্টিফিকেট। পুরো আয়োজনের মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

বাকৃবির কৃষি অনুষদের শিক্ষার্থী রাফিয়া হাসনাত বলেন, প্রতিদিনের ক্লাস, পরীক্ষা ও পড়াশোনার চাপে যখন আমরা ক্লান্ত, ঠিক তখনই এমন একটি অনুষ্ঠান আমাদের মনে প্রশান্তি এনে দেয়। এটি শুধু আনন্দের নয়, এক ধরনের মানসিক বিশ্রামেরও সুযোগ তৈরি করেছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রিফাত আলী বলেন, গত বছর আমরা 'অনুভবের আয়না' সফলভাবে সম্পন্ন করেছি। তারই ধারাবাহিকতায় এবার আমরা 'মুহূর্তের মায়াজাল' আয়োজন করেছি। শিক্ষার্থীদের সৃজনশীলতা, শিল্পচর্চা ও সংস্কৃতি অনুরাগকে উৎসাহিত করা এবং ক্যাম্পাসের নৈসর্গিক সৌন্দর্যকে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির মাধ্যমে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন।

সংগঠনটির সভাপতি ও কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হাসনীন জাহান বলেন, অ্যাস্থেটিক বাউ বাকৃবির এমন একটি সংগঠন যারা ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির মাধ্যমে দেশবাসীর সামনে আমাদের বিশ্ববিদ্যালয়কে উপস্থাপন করছে এবং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ করতে কাজ করে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে শিক্ষার্থীরা নিজের হাতে আঁকা, ফোনে তোলা অনেক ছবি নিয়ে হাজির হয়েছে। ক্যাম্পাস জুড়ে উৎসবমুখর পরিবেশ দেখে খুবই ভালো লাগছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ