• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩২ সকাল ০৮:৫৭:১৬ (22-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩২ সকাল ০৮:৫৭:১৬ (22-May-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বাকৃবিতে পূবালী ব্যাংকের উদ্যোগে প্রায় ৪ লক্ষ টাকার বৃক্ষরোপণ

২১ মে ২০২৫ সকাল ১১:১০:৩০

বাকৃবিতে পূবালী ব্যাংকের উদ্যোগে প্রায় ৪ লক্ষ টাকার বৃক্ষরোপণ

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৮৬৯টি বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছে পূবালী ব্যাংক পিএলসি।

জানা যায়, ক্যাম্পাসের মোট নয়টি স্থানে ৩ লক্ষ ৮৫ হাজার ৩শ ৫৫ টাকার ১৯ টি প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।

২০ মে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দুইটি পলাশ গাছের চারা রোপণের মাধ্যমে কার্যক্রমটির উদ্বোধন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী, বাকৃবির রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার, ভেটেরিনারি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি এম মুজিবুর রহমান, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাকৃবির বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও পূবালী ব্যাংক বাকৃবি শাখার কর্মকর্তারা।

পূবালী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক সবসময় বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আমরা বাকৃবি ক্যাম্পাসে ৮৬৯ টি বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছি। ক্যাম্পাসের নয়টি স্থানে মেহগনি, সেগুন, থুজা, পলাশ, কাঠ গোলাপ, টগর, রঙ্গন, বকুল, দেবদারু, হিজল, নিম, নাগেশ্বর চাপা, বকুল কাঠ, মূসান্ডা, কৃষ্ণচূড়া, রাধাচুরা, সোনালু, জারুল ও পাতাবাহারের মোট ১৯ জাতের বৃক্ষরোপণ করা হবে।

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বাকৃবিতে বৃক্ষরোপণ একটি নিয়মিত ঘটনা। আমরা গাছ কাটি আবার গাছ রোপণ করি। যে গাছগুলো পরিপক্ব হয়ে যায় এবং গাছগুলো না কাটলে অন্য কিছু করা যায় না। আমাদের তখন বাধ্য হয়ে গাছ কাটতে হয়। কিন্তু আমরা আবার ফলজ, বনজ সকল ধরনের গাছ লাগিয়েও দিই। আমি আহ্বান জানাই ক্যাম্পাসে কোন প্রজাতির গাছ, কতটি আছে, তাদের বয়স কত, ফুল ও ফল আসার সময় কখন-এই তথ্যগুলো যেন প্ল্যান্ট সেন্টারে সংরক্ষিত থাকে। যাতে তা পরবর্তীতে গবেষণার কাজে আসতে পারে। কোন প্রজাতির গাছের আয়ু বেশি, কোনটি পরিবেশের জন্য বেশি উপকারী, কোনটির কোনো ক্ষতিকর দিক আছে কি না-এসব নিয়ে গবেষণা হওয়া দরকার। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আইটেল সিটি সিরিজের যাত্রা শুরু
২১ মে ২০২৫ রাত ০৯:১৮:৩০



মণিরামপুরে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
২১ মে ২০২৫ সন্ধ্যা ০৭:২৮:৫৮