• ঢাকা
  • |
  • সোমবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ০৮:২০:০৭ (19-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ০৮:২০:০৭ (19-May-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

হাবিপ্রবি সিভিল শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি, ক্লাস-পরীক্ষা বর্জন

১৯ মে ২০২৫ বিকাল ০৩:৫৬:১৭

হাবিপ্রবি সিভিল শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি, ক্লাস-পরীক্ষা বর্জন

হাবিপ্রবি প্রতিনিধি : দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা ১৯ মে সোমবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে।

ক্লাসরুম সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে চার দফা দাবি নিয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করে। যার ধারাবাহিকতায় সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সকল ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস, ফাইনাল এক্সাম বর্জন করেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ক্লাসরুম ও ল্যাব সংকট নিরসনের লক্ষ্যে সম্প্রতি দশতলা ভবন চালু করে। পরিকল্পনা অনুযায়ী, এই ভবনের বিভিন্ন ফ্লোরে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের ক্লাসরুম ও ল্যাবরেটরি বরাদ্দ দেওয়ার কথা ছিল। কিন্তু ভবনের চতুর্থ তলার দুটি কক্ষ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগকে বরাদ্দ দেওয়া হয়।

তবে অভিযোগ রয়েছে, ভবনের চতুর্থ তলা মূলত আর্কিটেকচার বিভাগের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল। এই দাবিকে কেন্দ্র করে আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে নামেন এবং তাদের দাবি অনুযায়ী কর্তৃপক্ষ সেই ফ্লোরটি আর্কিটেকচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণে দিয়ে দেয়। এই সিদ্ধান্ত গ্রহণের সময় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগকে কিছুই জানানো হয়নি, এমনকি বিকল্প কোনো কক্ষও বরাদ্দ দেওয়া হয়নি।

ফলে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা বর্তমানে ক্লাসরুমহীন অবস্থায় রয়েছে । ক্লাস পরীক্ষা বর্জনের ফলে শিক্ষার্থীদের পড়তে হচ্ছে নানা রকম বিরম্বনায়। শিক্ষার্থীদের মতে, এটি শুধু অস্বস্তিকর নয়, বরং একটি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও শিক্ষার পরিবেশের চরম অবনতি নির্দেশ করে।

এছাড়া প্রকৌশলী পরিচয় নিশ্চিত করতে Institution of Engineers, Bangladesh (IEB) এর স্বীকৃতি অবিলম্বে নিশ্চিত করার দাবি জানান ।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, “আমরা কোনো রাজনৈতিক আন্দোলন করছি না। আমাদের একটাই দাবি—সুষ্ঠু ও সম্মানজনকভাবে ক্লাস করার সুযোগ নিশ্চিত করা হোক।

শিক্ষার্থীরা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, দীর্ঘদিন ধরে চলমান ক্লাসরুম ও ল্যাব সংকট নিরসনের দাবি জানালেও বারবার তারা উপেক্ষিত হয়েছেন। আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানিয়েছি, কিন্তু প্রশাসন যদি বারবার আমাদের অবজ্ঞা করে, তাহলে আমরা বাধ্য হয়ে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিতে বাধ্য হবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










কুমারখালীতে মোটরসাইকেল আরোহী নিহত
১৯ মে ২০২৫ বিকাল ০৪:১১:১১