ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর ওপর নজরদারির অভিযোগ উঠেছে প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলীর বিরুদ্ধে। ভিসির কার্যালয়ের সামনে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশনা দেন প্রো-ভিসি। অনুমতি ছাড়া এ কাজ করায় পরে ভিসির নির্দেশে ক্যামেরা খুলতে বাধ্য হন কর্মচারীরা। তবে বিষয়টি অস্বীকার করেছেন প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী।
জানা যায়, কিছুদিন আগে নিজ কার্যালয়ে সিসি ক্যামেরা মেরামতের জন্য আইসিটি সেলে নোট পাঠান প্রো-ভিসি। পরে কাজ শুরু করতে দেরি হলে আইসিটি সেলের ইলিয়াস জোয়ার্দারের মাধ্যমে কুষ্টিয়ার 'ইউনিক কম্পিউটার' নামক প্রতিষ্ঠানকে এ কাজের নির্দেশ দেওয়া হয়।
সিসি ক্যামেরা লাগানোর কাজে নিয়জিত কর্মচারী তুষার বলেন, ‘প্রো-ভিসি স্যার আমাকে বলেছিলেন যে, ভিসি স্যারের ঐ জায়গায় অনেক ঝামেলা হয়, আমি অফিস থেকে যেতে দেরি হয়। এজন্য মাঝে মাঝে রাগারাগি করে। তুমি ঐ জায়গায় একটা ক্যামেরা দিয়ে দাও। পরে আমি ক্যামেরা লাগিয়ে প্রো-ভিসি স্যারের অফিসের মনিটরে ক্যামেরাগুলোর কানেকশন দিয়ে চলে আসি।’
ক্যামেরা খোলার বিষয়ে তিনি বলেন, ‘বিল সাবমিট করতে আসলে ভিসি স্যার ডেকে রাগারাগি করেন এবং ক্যামেরা খুলে ফেলতে বলেন। পরে স্যারের কার্যালয়ের সামনের ক্যামেরা খুলে ফেলা হয়।’
এ বিষয়ে উপাচার্যের পিএস গোলাম মাহফুজ মঞ্জুর বলেন, ‘আমি ঢাকায় থাকায় এ বিষয়ে কিছু জানি না। প্রক্টর স্যার ভালো বলতে পারবেন।'
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শাহজাহান আলী বলেন, ‘প্রো-ভিসি স্যার অনেকদিন আগে আমাদেরকে ফাইল পাঠিয়েছিলেন। ঐ ফাইল এখনো চলমান আছে। তারপরে ভিসি স্যার সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগ নিয়েছেন। এরমধ্যে আরেকটা বিষয় আমি শুনেছি যে, প্রো-ভিসি স্যারও ক্যামেরা লাগানোর উদ্যোগ নিয়েছেন। সে বিষয়ে আমি নিশ্চিত না।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান বলেন, ‘প্রোভিসি স্যার তার কার্যালয়ে সিসি ক্যামেরা লাগানোর উদ্যোগ নিয়েছেন। এর মধ্যে ভিসি স্যারের কার্যালয়ের সামনে একটা ক্যামেরা লাগানো হয়। ভিসি স্যার বিষয়টি জানতে পারলে তা খুলে ফেলার নির্দেশ দেন।’
এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ‘যারা কাজ করেছে তারা বুঝতে ভুল করেছে। আমি তাদের বলেছি, তিন তলার সিঁড়িতে একটা লাগাতে, যেটার কানেকশন থাকবে আমার রুমে। তাছাড়া ভিসি স্যারের রুমের সামনের ক্যামেরার কানেকশন থাকবে ভিসি স্যারের রুমে।’
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কোনো মন্তব্য করতে রাজি হননি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available