অমৃত রায়, জবি প্রতিনিধি: নতুন ক্যাম্পাসের জন্য কেরানীগঞ্জে প্রস্তাবিত ২০০ একর জমি বুঝে পেলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সর্বশেষ ১১ একর দেয়ার মাধ্যমে পুরো জমি বুঝিয়ে দিয়েছে ভূমি মন্ত্রণালয়।
১৯ এপ্রিল বুধবার বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, গত সোমবার ভূমি মন্ত্রণালয়ের ‘কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটি’র এক সভা হয়। সেখানে কমিটির সভাপতি ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা জেলা প্রশাসনের প্রতিনিধিরাসহ অনেকে উপস্থিত ছিলেন। ওই সভায় আমাদের প্রস্তাবিত ২০০ একরের ক্যাম্পাসের জন্য বাকি ১১ দশমিক ৪০ একর জমি পাশ করা হয়।
পূর্বে ১৮৮.৬০ একর জমি অধিগ্রহণ করেই বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের কাজ শুরু হয়।
কোন দিক থেকে জমি নেয়া হবে প্রশ্নে- প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন আরও বলেন, পদ্মা রেলের পাশে ক্যাম্পাসের ভিতর মালিকানা জমি ছিল। সেটা নেয়া হবে। এছাড়া ওইপাশেসহ মুজাহিদ নগরের পাশে জমি নেয়া হবে। এর জন্য সার্ভে করা হবে। জুনের ভিতর যেন সব প্রক্রিয়া শেষ করে জমি অধিগ্রহণ করা যায়, সেটার জন্য আমি জেলা প্রশাসনকে বলেছি।
তিনি আরও বলেন, জমি ক্রয়ের জন্য আমাদের টাকা আছে। জুনে টাকা ব্যাক যাবার আগে যেন আমরা জমি কিনতে পারি সেটার জন্য জেলা প্রশাসনকে বলা হয়েছে। এদিকে অবশিষ্ট জমির জন্য অনিশ্চয়তায় থমকে থাকা সীমানা প্রাচীরসহ নানা কাজ এবার দ্রুত সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেন বিশ্ববিদ্যায়টির প্রধান প্রকৌশলী।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, বাকি ১১ একর জমি পেতে আমরা ভুমি মন্ত্রণালয়ে অনেক দৌঁড়াদৌঁড়ি করেছি। সোমবার ভূমি মন্ত্রণালয় থেকে এ জমি পাশ করা হয়। এটা বিশ্ববিদ্যালয়ের একটা সুখবর।
উল্লেখ্য, ২০১৭ সালে একনেক সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন ক্যাম্পাসের জন্য ২০০ একর জমির অনুমোদন দেয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2023, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available