• ঢাকা
  • |
  • রবিবার ২২শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৫৩:৩৩ (05-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২২শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৫৩:৩৩ (05-May-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিটবক্স বিতরণ

২৫ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:০৪:৫৭

বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিটবক্স বিতরণ

বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৫৯তম ব্যাচের (লেভেল ৩, সেমিস্টার ২) শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিটবক্স বিতরণ করা হয়েছে।

২৫ এপ্রিল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি সম্মেলন কক্ষে ওই কিটবক্স বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বাকৃবি ভেটেরিনারি অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগ।

অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের ৫৯তম ব্যাচের মোট ১৯৮ জন শিক্ষার্থীর মাঝে কিটবক্স বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে কিটবক্স তুলে দেন।

সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোমেনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ ও নাভানা ফার্মার মার্কেটিং বিভাগের প্রধান ডা. মানিক চন্দ্র পাল। এছাড়াও ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ ও ৫৯ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, আমরা শুধু শিক্ষার্থীদের একটি ভিত্তি প্রদান করি। সেই ভিত্তির উপর শক্তভাবে দাঁড়াতে, নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে চেষ্টা নিজেকেই করতে হবে। ভেটেরিনারিয়ানদের সংখ্যা বেড়েছে, সেই সাথে কোয়াকদের সংখ্যাও বেড়েছে। তাই উচ্চতর দক্ষতা ছাড়া প্রাণি চিকিৎসা করা সম্ভব নয়। আমাদের ছাত্রদের মধ্যে বিশ্বমানের সার্জারি করার সক্ষমতা আছে। ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি স্পেশাল কোনো ডিগ্রি নয়, এটা একটা ফাউন্ডেশন ডিগ্রি। এখান থেকে ভিত্তিটা গড়ে গিয়ে দক্ষ হয়ে উঠতে হবে। প্রকৃত দক্ষ হতে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর এই বাড়তি চেষ্টায় সহায়ক হবে সার্জিক্যাল কিটবক্সটি।

শিক্ষার্থীরা সময়ের সদ্ব্যবহার করে সফলতার শিখরে পৌঁছে গর্বিত ভেটেরিনারিয়ান হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ