• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০৩:৩৮:৪৬ (01-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ০৩:৩৮:৪৬ (01-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালীগঞ্জে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ

৫ মে ২০২৪ সকাল ০৯:৪৬:৩৩

কালীগঞ্জে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে ৪ মে শনিবার সকাল থেকে আকিজ বিড়ি হাজরানিয়া শাখার কারখানায় শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন। ওই বিক্ষোভে কারখানাটির প্রায় ৬শত শ্রমিক অংশ নেন।

শ্রমিকরা জানান, অন্যায়ভাবে তাদের সহকর্মীদের চাকরিচ্যুত করায় তারা কর্মবিরতি পালন করছেন ও বিক্ষোভ করছেন। তবে অন্যায়ভাবে ছাঁটাই করার বিষয়টি অস্বীকার করেন কারখানাটির আরএমও। পরবর্তীতে সন্ধ্যায় ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবির জানান, বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ বেশ কিছুদিন যাবত অন্যায়ভাবে কর্মরত শ্রমিকদের চাকরিচ্যুত করে আসছেন। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য পাওনা দিচ্ছেন না এবং তাদের সঙ্গে বিরূপ আচরণ করা হচ্ছে।

কারখানাটির একজন শ্রমিক হাফিজুল ইসলাম জানান, এখানে কর্তৃপক্ষ ছুটির টাকা দেয় না। গত কিছুদিন থেকে কোনো ইস্যু ছাড়াই অন্যায়ভাবে শ্রমিকদের চাকরিচ্যুত করা হচ্ছে। শনিবার সকালে  সুমন ও হাফিজুল নামে দুই শ্রমিককে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে।

অপরদিকে কারখানাটির আরএমও নাছির উদ্দীন জানান, অন্যায়ভাবে শ্রমিকদের চাকরিচ্যুত করার অভিযোগটি সঠিক নয়।

শনিবার সন্ধ্যায় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শ্রমিকদের ধর্মঘটের কথা শুনে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে মালিক পক্ষের সাথে শ্রমিকদের আলোচনার মাধ্যমে সৃষ্ট পরিস্থিতির সমাধান হলে শ্রমিকরা ধর্মঘট তুলে নেন ও কাজে যোগ দেন। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১