ঢাকা কলেজ প্রতিনিধি: ২০২৩ সাল পেরিয়ে সময়ের স্বাভাবিক গতিধারায় ২০২৪ ইংরেজি বছরের পদার্পণ ঘটেছে। বছরজুড়ে নানা ঘটনা প্রবাহের আবর্তন শেষে নববর্ষের নব প্রত্যাশার ছোয়া লেগেছে ঢাকা কলেজে। নতুন বছর উপলক্ষ্যে একাডেমিক, প্রাতিষ্ঠানিক অবকাঠামোগত বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে কলেজ প্রশাসন। নতুন বছরের প্রত্যাশা, প্রাপ্তি, সংকট এবং সম্ভাবনায় ঐতিহ্যবাহী ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থীর ভাবনা তুলে ধরা হয়েছে।
নতুন বছরের প্রত্যাশায় ঢাকা কলেজ বাংলা বিভাগের শিক্ষার্থী অমিত হাসান বলেন, ইন্টারমেডিয়েটের পাশাপাশি অনার্স-মাস্টার্সের ফলাফল উন্নয়ন ও সেশনজট নিরসনে কলেজ প্রশাসন আরও সচেষ্ট হবে বলে আশা করি। একইসাথে নতুন ছাত্রাবাসের নির্মাণকাজ দ্রুত শেষ করার প্রত্যাশা করছি।
ঢাকা কলেজের রসায়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, শিক্ষাক্ষেত্রে যুগোপযোগী পরিবর্তন করার মাধ্যমে সরকারকে কর্মসংস্থান সৃষ্টির দিকে নজর দিতে হবে। উচ্চশিক্ষায় বৈষম্যমুক্ত পরিবেশ তৈরি করতে হবে। অন্যান্য বছরের তুলনায় নতুন বছরে শিক্ষার্থীরা অযথা সময় নষ্ট না করে সৃজনশীল কাজে নিয়োজিত থেকে দেশ কল্যাণে ভূমিকা রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে, এই প্রত্যাশা।
ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ নতুন বছরের প্রত্যাশায় বলেন, কলেজের শিক্ষকদের সাথে বসে শিক্ষার্থীর কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। কলেজ বাসের সময়সূচির সাথে মিল রেখে অনার্সের ক্লাস সকাল ১০ থেকে শুরু হবে। এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ ৭৮ শতাংশ থেকে ৯০ শতাংশে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কলেজের একাডেমিক অবকাঠামোগত ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন প্রক্রিয়া চলমান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available