দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল এলাকায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ২ জন।
১৯ মে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের বাবলু ফার্মের সামনে এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, মাইক্রোবাস চালক আরিফুল ইসলাম মানিক এবং যাত্রী দেলোয়ার। নিহত আরেকজনের নাম জানা যায়নি। আহতদের উদ্ধারের পর ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে বাবলু ফার্ম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান মানিক ও দেলোয়ার। আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল গফুর ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available