• ঢাকা
  • |
  • সোমবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ দুপুর ০২:২৮:২৭ (19-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ দুপুর ০২:২৮:২৭ (19-May-2025)
  • - ৩৩° সে:

দুর্ঘটনা

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাসের মু‌খোমু‌খি সংঘর্ষে নিহত ৩

১৯ মে ২০২৫ সকাল ১০:৫০:৩২

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাসের মু‌খোমু‌খি সংঘর্ষে নিহত ৩

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপ‌জেলার ২৫ মাইল এলাকায় ট্রা‌কের স‌ঙ্গে মাই‌ক্রোবা‌সের মু‌খোমু‌খি সংঘ‌র্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ২ জন।

১৯ মে সোমবার সকাল সা‌ড়ে ৬টার দি‌কে দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের বাবলু ফার্মের সামনে এ ঘটনা ঘ‌টে‌ছে।

নিহতরা হ‌লেন, মাই‌ক্রোবাস চালক আরিফুল ইসলাম মা‌নিক এবং যাত্রী দে‌লোয়ার। নিহত আরেকজনের নাম জানা যায়নি। আহতদের উদ্ধারের পর ঠাকুরগাঁও সদর হাসপাতা‌লে ভর্তি করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে বাবলু ফার্ম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান মানিক ও দেলোয়ার। আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল গফুর ঘটনার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বলেন, ঘটনাস্থ‌লে হাইও‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের লোকজন উপ‌স্থিত হ‌য়ে উদ্ধার কার্যক্রম চালা‌চ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ফেরিতে বসে জুয়া খেলার সময় আটক ২
১৯ মে ২০২৫ সকাল ১১:৫৯:৫৫