• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৫৫:১৫ (02-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৫৫:১৫ (02-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে ভয়াবহ শিলাবৃষ্টি

১ এপ্রিল ২০২৪ সকাল ০৭:৩৬:৫৮

সিলেটে ভয়াবহ শিলাবৃষ্টি

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীতে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। এ শিলাবৃষ্টিতে যানবাহনেরও ক্ষয়ক্ষতির পাশাপাশি অনেক বাসাবাড়ির জানালার কাচ ভেঙে গেছে। এ সময় বড় বড় শিলাখণ্ড দেখে আঁতকে ওঠেন অনেকেই। শিলাবৃষ্টিতে অনেকের ঘরের টিন ছিদ্র হয়ে গেছে।

৩১ মার্চ রোববার রাত সাড়ে ১০টার পর ১০ থেকে ১৫ মিনিটের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির কারণে এই ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো কোনো শিলার আকার ছিল অনেক বড়। বৃষ্টির সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার রাত সাড়ে ১০টার পর ১০ থেকে ১৫ মিনিটের কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে সিলেট নগরীর রায়নগর এলাকার বাসিন্দা রফিক জানান, ঝড়ের সঙ্গে শিলা বৃষ্টি শুরু হয়। হঠাৎ আমার সামনে বড় একটি শিল পড়ে। বৃষ্টি কমার পর হাতে নিয়ে অনুমান করি, ওজন হবে আধা কেজি।

এদিকে নগরীর চৌহাট্টা এলাকায় পার্কিং করে রাখা প্রাইভেটকারে শিলা পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়িটির পেছনে কাচ ভেঙে গেছে। এই প্রাইভেটকারটি সিলেট জেলা পরিষদের সদস্য সুভাষ দাসের।

এ বিষয়ে সিলেট আবহাওয়া অধিদফতরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, বছরের এই সময়ে ঝড়ের সঙ্গে বৃষ্টিকে কালবৈশাখী বলা হয়ে থাকে। কালবৈশাখীতে শিলাবৃষ্টি হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ