• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:৩৮:৩২ (09-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:৩৮:৩২ (09-May-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

এ মাসেই ২৩টি মিটিং করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন: হাসনাত আবদুল্লাহ

৮ মে ২০২৫ দুপুর ০১:০৭:১৩

এ মাসেই ২৩টি মিটিং করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন: হাসনাত আবদুল্লাহ

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন বাংলাদেশের সরকারি বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত তেইশটা মিটিং করেছে।’

আজ ৮ মে বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ মন্তব্য করেছেন।

ফেসবুক পোস্টে হাসনাত আরও লিখেছেন, ‘লিখে রাখেন আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালেক্ষপণ করা হচ্ছে। একটা পর্যায় গিয়ে বলা হবে এক সময়ের জন সমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয়। যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই, তার সাথে আমরা নাই।’

এর দুই ঘণ্টা আগে দেয়া আরেক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়। শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন? তা ইন্টেরিম,এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছেন?’
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ