করমুক্ত আয়সীমা
নিজস্ব প্রতিবেদক: প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ব্যক্তির করমুক্ত আয়সীমা বাড়ছে। পূর্বের ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে তা সাড়ে ৩ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
১ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রস্তাবিত বাজেটে তিনি এ প্রস্তাব করেন।
নারী ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
প্রতিবন্ধীদের ক্ষেত্রে সাড়ে ৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ৪ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে।
এছাড়া তৃতীয় লিঙ্গে করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ ৭৫ হাজার টাকা করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available