• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ সকাল ০৬:৩০:২২ (29-Mar-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ সকাল ০৬:৩০:২২ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঝিনাইদহে সরকারি জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ

৮ জুন ২০২৩ সন্ধ্যা ০৭:০৯:৫১

ঝিনাইদহে সরকারি জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ

কালীগঞ্জ (ঝিনাইদহ ) প্রতিনিধি: ঝিনাইদহে সরকারি জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজারে সরকারি জমি দখল করে দোকান নির্মানে করেছে একটি গ্রুপ। স্থানীয় প্রশাসনের নিরব ভূমিকায় সেসব দোকান থেকে নিয়মিত আদায় করা হচ্ছে ভাড়া। স্থানীয়রা দ্রুত এ সকল অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি জানিয়েছেন।

জানা যায়, বারোবাজার গরু হাট সংলগ্ন মেইন রোডের পাশে সরকারী একটি বড় পুকুর রয়েছে। দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি চক্র পুকুর পাড়ে নির্মিত বেশ কয়েকটি দোকান থেকে নিয়মিত ভাড়া আদায় করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এ সকল অবৈধ দখলদারেরা সরকারের নিকট থেকে ডিসিআর বা অন্যকোনা বন্দোবস্ত না নিয়েই নিজেদের রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে দখলে রেখেছে। সরেজমিন গিয়ে দেখা গেছে বেলাট গ্রামের নিজাম উদ্দিন, নুর মোহাম্মদ, চকলেট মিয়া, আনসার আলী, স্বপন মিয়া, মনোজ কুমার, মোবাস্বের আলী এ জমি দখল করে দোকান ঘর নির্মাণ করে দিয়ে নিয়মিত ভাড়া আদায় করছে।

অলিয়ার রহমান নামের একজন ভাড়াটিয়া বলেন, সরকারী জায়গা হলেও নিজাম উদ্দিন প্রতিমাসে আমার কাছ থেকে ঘরভাড়া আদায় করে। তপন কুমার নামের অপর ব্যবসায়ী বলেন, চকলেট মিয়া আমার কাছ থেকে প্রতি মাসে ঘরভাড়ার টাকা নেয়।

ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ জানান, এ বিষয়ে আমার কিছু জানা নেই। তবে বিষয়টি আমি খোঁজ নেবো এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করবো।

বারোবাজারের ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, সরকারী জমিটি দখল করে রেখেছে এমন অভিযোগ মৌখিকভাবে আমি পেয়েছি। আমার জানামতে, দখল জমির ডিসিআর কেউ গ্রহণ করিনি।

বারোবাজারের ভূমি কর্মকর্তা রবীন্দ্রনাথ খাঁ জানান, এ বিষয়ে আমার কিছুই জানা নেই। আপনাদের কাছে শুনলাম, এখন খোঁজ খবর নিয়ে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থ গ্রহণ করবো।

কথা হয় জমির একজন দখলদারের মোবাশ্বের আলীর সাথ। তিনি বলেন, আমাদের দখল অবৈধ কি না তা জানি না, তবে বাপ দাদার আমল থেকে একই ভাবে এ জমি আমরা ভোগ-দখল করে আসছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









নোয়াখালীতে এক পুকুরে ধরা পড়ল ১০০ ইলিশ
২৮ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:০৯:২০

নওগাঁয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
২৮ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:০১:৪৫