• ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ সকাল ১০:৪১:১১ (20-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ সকাল ১০:৪১:১১ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পাওনাদির দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলের সামনে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

৮ জুন ২০২৩ সকাল ১১:১০:৩০

পাওনাদির দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলের সামনে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশনের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের অবসরোত্তর আর্থিক পাওনাদি প্রদানের দাবিতে  মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৭ জুন বুধবার সকালে অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ সমিতির উদ্যোগে ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগার মিলের সামনে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা অংশ নেয়।

সমাবেশে অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কল্যাণ সমিতির সভাপতি আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সোহেল আহম্মেদ, সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ২০১৮ সাল থেকে মোবারকগঞ্জ সুগার মিলের ২২০ জন শ্রমিক-কর্মচারীর গ্র্যাচুয়েটি দেওয়া বন্ধ রয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন অবসরপ্রাপ্তরা। তাদের পাওনা ১৭ কোটি ৩২ লাখ টাকা দেওয়ার দাবি জানান তারা।

ঈদের আগে টাকা পরিশোধের ব্যবস্থা না হলে ঈদের পর কঠোর কর্মসূচি ঘোষনার হুঁশিয়ারি দেন তারা।

পরে ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আমতলীতে ৬ কেজি গাঁজাসহ কারবারি আটক
২০ এপ্রিল ২০২৪ সকাল ০৯:২৬:২৮





কালাইয়ে ৪ জুয়াড়ি গ্রেফতার
২০ এপ্রিল ২০২৪ সকাল ০৮:২৪:৫০