রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে উত্তর উত্তমপুর এলাকার ৬ শতাধিক গ্রাহকের প্রায় ১২ কোটি টাকা নিয়ে আত্মগোপনে গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামের এনজিও’র তিন মালিক।
এ ঘটনায় ১০ মে শনিবার বিকেলে ভুক্তভোগী গ্রাহকরা এনজিও’র কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে গ্রাহক ফারজানা উসনাত জাহান ঊষা, মো. দুলাল, গোলাম মাওলা, মো. নান্না হাওলাদার, মো. রুবেল হোসেন, মো. আইউব আলী, কুরছিয়া বলেন, ১২ বছর ধরে গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে এনজিওর প্রতিষ্ঠা করেন ৪ ব্যক্তি। এনজিওটি দীর্ঘদিন ধরে এফডিআর হিসেবে জমা রাখা ৬ শতাধিক গ্রাহকের প্রায় ১২ কোটি টাকা থাকা অবস্থায় হঠাৎ তিনজন মালিক সাইফুল ইসলাম স্বপন, ফরিদ হোসেন ও সজল আত্মগোপনে চলে যায়। এ সময় গ্রাহকরা তাদের টাকা ফিরে পেতে সংশ্লিস্ট কর্তপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।
এ বিষয়ে গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি বড়ইয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর সাবেক ইউপি সদস্য ওবায়দুল হক ননী জানান, গ্রাহকের টাকা ফেরত দেয়ার জন্য এফডিআরের মুনাফার টাকা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাদের আসল টাকা ফেরৎ দেয়া হবে। দুই বছরের মধ্যে সব গ্রাহকরা তাদের জমা রাখা টাকা ফেরত পাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available