• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে বৈশাখ ১৪৩২ ভোর ০৫:৫০:৩৮ (11-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৭শে বৈশাখ ১৪৩২ ভোর ০৫:৫০:৩৮ (11-May-2025)
  • - ৩৩° সে:

রাজনীতি

ফেক নিউজে বিভ্রান্ত হবেন না: জাপা মহাসচিব

২২ আগস্ট ২০২৩ বিকাল ০৩:২৩:৩১

ফেক নিউজে বিভ্রান্ত হবেন না: জাপা মহাসচিব

নিউজ ডেস্ক: কোন ধরনের ফেক নিউজে বিভ্রান্ত না হতে দলের নেতাকর্মীসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, এমপি।

২২ আগস্ট মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, বিভিন্ন মিডিয়া ও সামাজিক মাধ্যমে যে একটি নিউজ প্রকাশিত হয়েছে, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে। এটা একটা ফেক নিউজ।

তিনি বলেন, জাতীয় পার্টির যে কয়জন কো-চেয়ারম্যানদের নাম ব্যবহার করে নিউজটি করা হয়েছে, তাদের প্রত্যেকের সাথে আমার কথা হয়েছে। কো-চেয়ারম্যানবৃন্দ জানিয়েছেন, তারা এমন কোন সিদ্ধান্তে সহায়তা করেননি এবং স্বাক্ষর করেননি। স্বাক্ষর দেয়ার প্রশ্নই আসে না।

জাপা মহাসচিব বলেন, গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছে করলেই চেয়ারম্যান হতে পারে না। ইচ্ছে করলেই যে কাউকে অব্যাহতি দেয়া যাবে না। এটার নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে পড়তে হবে।

জাতীয় পার্টি গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন উল্লেখ করে তিনি আরও বলেন, আমার মনে হয়, দল থেকে বহিস্কৃত কিছু ব্যক্তি ম্যাডামের নাম ব্যবহার করে এরকম একটা ফেক নিউজ দিয়েছে। সারাদেশের জাতীয় পার্টির নেতাকর্মী ও সাধারণ মানুষদের বলতে চাই, এই ধরনের কোন ঘটনা জাতীয় পার্টিতে ঘটে নাই। ঘটার কোন সুযোগ নাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ