• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ রাত ১০:৩৮:৪৭ (13-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ রাত ১০:৩৮:৪৭ (13-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালিয়াকৈরে ১ লক্ষ ৫০ হাজার টাকার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

১৩ মে ২০২৫ বিকাল ০৫:৪৩:৩১

কালিয়াকৈরে ১ লক্ষ ৫০ হাজার টাকার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৎস্য সংরক্ষণ ও উন্নয়ন আইনের আওতায় পরিচালিত বিশেষ অভিযানে ১ লক্ষ ৫০ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

১৩ মে মঙ্গলবার উপজেলার ঢালজোড়া ইউনিয়নের নিশিন্দাহাটার কুরাডাঙ্গা বিল ও বিভিন্ন জলাশয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ২৭টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার দৈর্ঘ্য ছিল ৮২৭ মিটার। পরে এসব জাল উপজেলা পরিষদ চত্বরে আগুন দিয়ে ধ্বংস করা হয়।

চায়না দুয়ারী জাল আগুন দিয়ে ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ।

অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনি। সহযোগিতা করেন উপজেলা ক্ষেত্র সহকারী মুসলিম উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনি বলেন, এই চায়না দুয়ারি জাল দিয়ে মাছ আহরণ জলজ পরিবেশ ও মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। অবৈধ জাল অপসারণে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় স্থানীয়দের মাঝে মৎস্য সংরক্ষণ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণাও চালানো হয়, জনসাধারণকে নিষিদ্ধ জাল ব্যবহার না করার আহ্বান জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









কুমিল্লায় বজ্রপাতে যুবকের মৃত্যু
১৩ মে ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:২৭