• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:৪০:০৭ (11-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:৪০:০৭ (11-May-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৮ মার্চ ২০২৩ সকাল ০৯:২৪:২৯

পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

১৭ মার্চ শুক্রবার এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স ও বিবিসি।

ইউক্রেনে মানবতার বিরুদ্ধে পুতিন অপরাধ করেছে অভিযোগ তুলে তার বিরুদ্ধে শুক্রবার এ পরোয়ানা জারি করা হয়েছে। পৃথকভাবে আদালত একই অভিযোগে রাশিয়ার শিশু অধিকার কমিশনার মারিয়া আলেকসেয়েভনা লভোভা-বেলোয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

গতবছর ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর সেখানে মানবাধিকার লঙ্গন ও যুদ্ধাপরাধের অভিযোগ করে আসছে ইউক্রেন ও তাদের পশ্চিমা মিত্ররা। তবে মস্কো বরাবরই সে অভিযোগ অস্বীকার করে আসছে।  রাশিয়া দাবি করে আসছে ইউক্রেনে যুদ্ধ চলাকালে কোনো মানবতাবিরোধী অপরাধ হয়নি।

শিশুদের বেআইনি নির্বাসন এবং ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়া ফেডারেশনে লোকদের বেআইনিভাবে স্থানান্তরের সন্দেহে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আইসিসি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ