• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩১ রাত ০৩:৫২:১৫ (15-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩১ রাত ০৩:৫২:১৫ (15-Oct-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে

১১ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:৩৪:৪৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজম।

১১ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উপাচার্য।

টেগোর লেকচার থিয়েটারে অনুষ্ঠিত সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘রবীন্দ্রনাথের শিক্ষাদর্শন: শান্তিনিকেতন ও শ্রীনিকেতন’। সেমিনার বক্তা হিসেবে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন প্রখ্যাত লেখক ও গবেষক বিশ্বেন্দু নন্দ এবং অত্রি ভট্টাচার্য।

উপাচার্য শাহ্ আজম বলেন, যেহেতু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে আমাদের বিশ্ববিদ্যালয়টি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছে, তাই রবীন্দ্রনাথের শিক্ষাদর্শনকে ধারণ করে আমরা এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত এই সেমিনার আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। কবিগুরু শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন শিক্ষক, শিক্ষা পরিকল্পক, সর্বোপরি শিক্ষা গবেষক। শিক্ষাকে প্রায়োগিক করার চেষ্টায় তিনি শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন।

প্রবন্ধকার বিশ্বেন্দু নন্দ বলেন, প্রচলিত শিক্ষাধারার প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের আস্থা কম ছিলো বলেই তিনি নিজের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে ভিন্নধারার শিক্ষাপদ্ধতি প্রবর্তন করেছিলেন শান্তিনিকেতনে।

অপর আলোচক অত্রি ভট্টাচার্য বলেন, শুধু শিক্ষাদানেই শেষ  নয়, তাকে প্রয়োগ করার জন্য রবীন্দ্রনাথ শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন। যেখানে ক্ষুদ্র-কুটিরশিল্প থেকে সমবায় বিপণন ব্যবস্থার প্রচলন ঘটিয়েছিলেন বিশ্বকবি।

সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মো. ফখরুল ইসলাম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন
১৪ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮:২৩