• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০১:১৯:৫৯ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০১:১৯:৫৯ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নীলফামারীতে ‘আইসিটি ফর নিউট্রিশন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

৩১ আগস্ট ২০২৩ দুপুর ১২:৪১:০৪

নীলফামারীতে ‘আইসিটি ফর নিউট্রিশন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে এবং জয়েন্ট এ্যকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের সহযোগীতায় ‘আইসিটি ফর নিউট্রিশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৩০ আগস্ট বুধবার নীলফামারীর শিল্পকলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ড. হাসান শাহরিয়ার কবির।

সিভিল সার্জন কার্যালয়ের মডিক্যাল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়নের কৃষি, খাদ্য, পুষ্টি ও গ্রামীণ উন্নয়ন বিষয়ক প্রোগ্রামের বাংলাদেশ প্রতিনিধি মার্গারিটা কবলবি ও কেয়ার বাংলাদেশের পরিচালক আম্মুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ড. হাসান শাহরিয়ার কবির বলেন, পুষ্টিহীনতায় ভোগলে অগ্রসর হওয়া যায় না, বাঁধা সৃষ্টি হয়। এজন্য পুষ্টি নিশ্চিত করতে হবে। সরকারের পাশাপাশি তৃণমুল পর্যায় পর্যন্ত বেসরকারী উন্নয়ন সংস্থাগুলো কাজ করছে। আমরা উন্নত পুষ্টি সমৃদ্ধ জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই, এজন্য পরিবার থেকে পুষ্টির প্রয়োজনীয়তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে তথ্য প্রযুক্তির এই যুগে পুষ্টির অভাব পূরণে বিশেষ সহায়ক হিসেবে কাজ করতে পারে। আমরা এর ব্যবহার করে পুষ্টি নিশ্চিত করতে চাই।

পরে আইসিটি ও পুষ্টি বিষয়ক নাটিকা প্রদর্শণ শেষে স্টল পরিদর্শন করেন অতিথিগণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯