পঞ্চগড়ে আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজ, উপজেলা কৃষি অফিসার আসাদুন্নবী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মরিয়ম রহমান, উপজেলা প্রকৌশলী রমজান আলী, মৎস্য কর্মকর্তা প্রমুখ।বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এ সময় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয়।কর্মশালা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে এবং তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনসহ উপস্থিত অতিথিবৃন্দ।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় কর্মশালায় বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী ও সংবাদকর্মীরা অংশ নেয়। কর্মশালায় দশটি গ্রুপে ভাগ করে উপজেলার বিভিন্ন সমস্যা, সমাধান ও সম্ভবনা নিয়ে আলোচনা হয়।