• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৯:১৪ (31-Jan-2026)
  • - ৩৩° সে:
বাংলাদেশে টেকসই সহনশীলতা বৃদ্ধিতে ইউএনডিপির জাতীয় কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশে টেকসই সহনশীলতা বৃদ্ধিতে ইউএনডিপির জাতীয় কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আয়োজনে বাংলাদেশে বহুমাত্রিক ঝুঁকি মোকাবিলা ও টেকসই সহনশীলতা গড়ে তুলতে ‘হিউম্যান সিকিউরিটি ইন্টিগ্রেশন ফর বিল্ডিং রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ শীর্ষক একটি জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৯ জানুয়ারি সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় হিউম্যান সিকিউরিটি, রিস্ক ম্যানেজমেন্ট, এমএনসিটি প্রোগ্রামের মেথডোলজি ইত্যাদি বিষয় তুলে ধরা হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের সচিব এস. এম. শাকিল আখতার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনডিপির ডেপুটি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সোনালি দয়ারাতনে।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও কর্মশালার পরিচিতি তুলে ধরেন ইউএনডিপি বাংলাদেশের সহকারী রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সার্দার এম আসাদুজ্জামান।এরপর ‘হোয়াই হিউম্যান সিকিউরিটি? ফ্রেমিং দ্য চ্যালেঞ্জ অফ পলিসি-রিস্ক এনভায়রমেন্টস’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনডিপি বাংলাদেশের ন্যাশনাল কনসালটেন্ট ড. রেজাউর রহমান।কর্মশালায় মানব নিরাপত্তার বহুমাত্রিক ঝুঁকি কাঠামো পলিসি-রিস্ক ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করেন ইউএনডিপির ইন্টারন্যাশনাল কনসালটেন্ট শাহরবানু তাজবাখশ। এছাড়া মানব নিরাপত্তা প্রোগ্রামিংয়ের পদ্ধতি ও টুলস নিয়ে উপস্থাপনা দেন ইউএনডিপির প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ আব্দুল্লাহ খান।সাধারণ আলোচনায় বাংলাদেশে মানব নিরাপত্তার প্রাসঙ্গিকতা, বিদ্যমান পরিকল্পনা প্রক্রিয়ার সঙ্গে মানব নিরাপত্তা পদ্ধতির সমন্বয় এবং তা মূলধারায় অন্তর্ভুক্ত করার কৌশল নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেন ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম অ্যানালিস্ট মি. মো. হুমায়ুন কবির তালুকদার।পরিকল্পনা, কৃষি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভিন্ন অধিদপ্তরের সরকারি কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, গবেষক ও নীতিনির্ধারকরা অংশ নেন।