• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৩৩:৫৩ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৩৩:৫৩ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মহাদেবপুরে সামাজিক সুরক্ষা কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়

২৬ আগস্ট ২০২৩ বিকাল ০৪:০৭:২২

মহাদেবপুরে সামাজিক সুরক্ষা কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে হাতুড় ইউনিয়নের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতাভোগী ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট বৃহস্পতিবার বিকেলে গাহলী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় হাতুড় ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আহসান হাবীব ভোদন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদে সদস্য গোলাম নূরাণী আলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিজুল হক বকুল, বাবুল চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান মো. সাঈদ হাসান তরফদার শাকিল, খাজুর ইউপি চেয়ারম্যান মো. বেলাল উদ্দীন, চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মো. মাহমুদান নবী  রিপন, এনায়েতপুর ইউপি চেয়ারম্যান মো. মেহেদী হাসান মিঞা, সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, হাতুড় ইউনিয়ন আ.লীগের সভাপতি হিমান চন্দ্র বর্মন, সহ-সভাপতি মো. মোশারফ হোসেন প্রমূখ।

মতবিনিময় সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, সারাদেশের মত হাতুড় ইউনিয়নেও ব্যাপক উন্নয়ন হয়েছে। এ ইউনিয়নের বিভিন্ন ভাতাভোগী এবং উপকারভোগীদের বর্তমান অবস্থারও পরিবর্তন হয়েছে বলে দাবি করেন তারা।

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ