• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:১০:৩৫ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:১০:৩৫ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

উত্তাল সাগর: ইলিশ শূন্য ট্রলার নিয়ে ফিরছে জেলেরা

৭ আগস্ট ২০২৩ সকাল ০৯:১৮:৩৭

উত্তাল সাগর:  ইলিশ শূন্য ট্রলার নিয়ে ফিরছে জেলেরা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বৈরী আবহাওয়ায় সাগর উত্তল থাকায়  ইলিশ শূন্য ট্রলার নিয়ে তীরে ফিরছেন জেলেরা।  দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে সমুদ্রে মাছ শিকারে যাওয়ার ঠিক কয়েকদিন পর বৈরী আবহাওয়া শুরু হওয়ায় জেলেদের খালি হাতে ফিরতে হচ্ছে তীরে।

মৎস্য বিভাগ বলছে, গত মৌসুমের তুলনায় এবার বেশি ইলিশ আহরণ সম্ভব হবে। তাই আবহাওয়া অনুকূলে এলেই আবারও শিকারে গভীর সমুদ্রে যাবেন জেলেরা।

এদিকে সমুদ্র উত্তাল থাকায় ১ আগস্ট মঙ্গলবার বিকেল থেকেই নিরাপদ আশ্রয়ে আছেন পাথরঘাটার জেলেরা। যারা সমুদ্রে গিয়েছিলেন আবহাওয়াজনিত কারণে সমুদ্র উত্তাল হওয়ায় নিরাপদ আশ্রয়ে তীরে ফিরেছেন তারা।

পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রে স্থানীয় জেলে ট্রলার ছাড়াও কক্সবাজার, চট্টগ্রাম, ভোলা, মোংলাসহ দেশের বিভিন্ন প্রান্তের জেলেরা আশ্রয় নিয়েছেন এখানে। পাথরঘাটা মৎস্য বন্দরে জেলেদের পদচারণায় মুখর থাকলেও নেই ইলিশের দেখা।

৬ আগস্ট রোববার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে জেলেদের সাথে কথা বলে জানা যায়, বছরের বেশিরভাগ সময়ে এভাবে নিষেধাজ্ঞা আর আবহাওয়া খারাপ হলে আমাদের পেশা বিলীন হয়ে যাবে। এবার আমরা নিষেধাজ্ঞা শেষে এখনো সাগরেই যেতে পারলাম না, যারা গেছেন তারাও এরই মধ্যে ফিরে এসেছেন খালি হাতে । প্রতিবেশী দেশগুলোর সঙ্গে মিল রেখে একযোগে নিষেধাজ্ঞা প্রদান, পাশাপাশি জেলেদের সরকারি সুবিধা এবং বিকল্প কর্মসংস্থানের দাবি জানান তারা।

উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, আবহাওয়া ভালো হলে গভীর বঙ্গোপসাগরসহ স্থানীয় নদীতেও মাছের দেখা মিলবে। আবারও হাজার হাজার জেলে সাগরে যাবেন এবং মাছ আহরণ করতে পারবেন। এদিকে জেলেদের নিরাপত্তায় নানা ধরনের ডিভাইস প্রদানসহ অন্যান্য উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ