• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১০:৫২:৪৬ (16-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১০:৫২:৪৬ (16-May-2024)
  • - ৩৩° সে:

ইলিশ ছাড়া বৈশাখ উদযাপন করবে মতলব উত্তর উপজেলা প্রশাসন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: ইলিশ ছাড়াই এবার বৈশাখী উৎসব উদযাপন করবে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসন। জাটকা ও মা ইলিশ রক্ষার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তবে ১৪ এপ্রিল রোববার সকালে বৈশাখকে অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা বের করা হবে। স্থানীয় শিল্পকলা একাডেমি ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকেলে উপজেলা পরিষদ মাঠে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।মতলব উত্তর উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) আল এমরান খান বলেন, এখন জাটকা ও মা ইলিশ ধরা পড়ছে। তাই ইলিশ রক্ষার স্বার্থে উপজেলা প্রশাসনের আয়োজনে এবার ইলিশের কোনো আইটেম রাখা হবে না। তবে অন্যান্য সব আয়োজন থাকবে।তিনি আরো বলেন, পয়লা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়া একটি সাম্প্রতিক প্রচলন।ঐতিহাসিকভাবে এর পক্ষে কোনো জোড়ালো উদাহরণ পাওয়া যায় না। সম্প্রতি পয়লা বৈশাখকে কেন্দ্র করে জাটকা নিধন করা হচ্ছে। নিষিদ্ধ জেনেও বেশি দামে বিক্রির জন্য এ অপরাধ করে যাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা। তারা এ সময় ইলিশের দামও মাত্রাতিরিক্তভাবে বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।