ডুমুরিয়া- পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে সার মজুদ ও ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে সার বিক্রি না করার দায়ে দুই সাব ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১০ আগস্ট রোববার বেলা সাড়ে ১১টার দিকে চুকনগর বাজার এলাকায় ডুমুরিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী এ অভিযান পরিচালনা করেন।
উপজেলার চুকনগর বাজারস্থ যতিন কাশেম রোডে বাদামতলা মোড় এলাকায় মেসার্স জালাল ট্রেডার্সে অবৈধভাবে সার মজুদ রাখার অপরাধে প্রতিষ্ঠানের মালিক মো. জাহিদুল ইসলাম মোড়ল সোহাগকে নগদ ১০ হাজার টাকা জরিমানাসহ ২৮০ বস্তা ইউরিয়া, ৪৬ বস্তা টিএসপি, ২০ বস্তা ডিএপি ও ২৯ বস্তা এমওপি মজুদ সার জব্দ করা হয়।
এছাড়া কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে সার বিক্রি না করার অপরাধে ও স্টক রেজিস্ট্রার ব্যবহার না করায় মালতিলা এলাকায় মেসার্স সুকর্ণ ট্রেডার্সের মালিক সুকর্ণ কুমার ঘোষকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী জানান, সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করায় সার ব্যবস্থাপনা আইনে জাহিদুর মোড়লকে ১০ হাজার টাকা জরিমানাসহ ৩৭৫ বস্তা বিভিন্ন মজুদ সার জব্দ করা হয় এবং কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে সার বিক্রি না করার অপরাধে ব্যবসায়ী সুকর্ণ ঘোষকে ভোক্তা সংরক্ষণ আইনে ২০ হাজার নগদ জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। জব্দকৃত সার চুকনগর বাজার বণিক সমিতি ও ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে তিনি জানান।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইনসাদ ইবনে আমিন,আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, চুকনগর বাজার বণিক সমিতির সভাপতি মো. সাইদুল ইসলাম,সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন,উপ-সহকারী কৃষি অফিসার আশুতোষ কুমার দাস, ভূমি অফিসের নাজির কিরণ বালা, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ, ডুমুরিয়া থানা পুলিশের সদস্যবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available