কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ২ হাজার কেজি পলিথিন জব্দ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে ২ হাজার কেজি বিক্রি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন উপজেলা প্রশাসন। এ সময় আমিনুল ইসলাম নামে এক পলিথিন ব্যবসায়ীকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।২৪ জুলাই বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের হিজলতলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।এসময় অভিযানে নেতৃত্ব দেন, কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ আল মামুন জানান, নিষিদ্ধ পলিথিনের বিক্রি ও ব্যবহার বন্ধ এবং জনসাধারণকে সচেতন করতে অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত এসব পলিথিন আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং আইন অনুযায়ী গোডাউনের সাথে জড়িত একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।