সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে মারধর করে ৫ লাখ টাকা ছিনতাই
সিনিয়র স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে ২০ লাখ টাকা চাঁদার দাবিতে মো. হারুনুর রশিদ (৫৬) নামে এক ব্যবসায়ী ও তার সাথে থাকা তাজুল ইসলাম নামে একজনকে মারধর করে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত হত্যাসহ একাধিক মামলার আসামি মিলন শেখ ওরফে ভাঙারি মিলন ও তার সহযোগীরা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিয়ে চিকিৎসা করায়।এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. হারুনুর রশিদ চিকিৎসা শেষে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে আটি ওয়াবদা কলোনি নদীর পাড় ট্রামিনাল, ফয়েজ এবং শাহজাহান এর বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে।থানায় দায়েরকৃত অভিযোগ ও ব্যবসায়ী মো. হারুনুর রশিদের তথ্যমতে .অভিযুক্ত মিলন শেখ ওরফে ভাঙারি মিলন ৫ আগস্টের আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে ফ্যাসিস্টদের ছত্রছায়ায় সন্ত্রাসী, চাঁদাবাজি, মারামারি দখল বেদখলসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকলেও বর্তমানে বিএনপির একটি গ্রুপের সাথে মিলে পূর্বের সকল কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।এর আগেও ২০২২ সালে মিলন শেখ অভিযোগকারী হারুনের স্ত্রী-সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে আট লাখ টাকা চাঁদা নিয়েছিল। ওই সময় আওয়ামী লীগের ক্ষমতার দাপটে তিনি আইনের আশ্রয়ও নিতে পারেননি।গত মঙ্গলবার দিবাগত রাতে ব্যবসায়ী মো. হারুনুর রশিদ ও তাজুল ইসলাম বালুর ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে অভিযুক্ত মিলন শেখ (৩২), হীরা (৩৫) ও এনামুল (১৯) তাদের পথরোধ করে বিশ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তাকে বল্লম, চাপাতি, রামদা, লোহার রড, এসএস পাইপ দিয়ে মারধর করে।একপর্যায়ে মিলন শেখ কোমর থেকে রিভলভার বের করে হারুনের মাথায় ঠেকিয়ে তার সাথে ছোট হ্যান্ড ব্যাগে থাকা ব্যবসার ৫ লাখ টাকা চাঁদা বাবদ ছিনিয়ে নেয়। এরপর চাঁদার বাকি ১৫ লাখ টাকা না দিলে ব্যবসায়ী হারুন ও তার পরিবারকে গুলি করে হত্যার হুমকি দিয়ে চলে যায়।এদিকে অভিযুক্ত মিলন শেখ ওরফে ভাঙারি মিলন তার উপর আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি হারুনের উপর হামলা করিনি তিনি আমার মা বোনকে জড়িয়ে গালাগালি করেছে তিনি।এ বিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ বলেন, অভিযোগের বিষয়টি নিয়ে কাজ করছি।