• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:১৬:৩৪ (08-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২৫শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:১৬:৩৪ (08-May-2024)
  • - ৩৩° সে:

বাসের ছাদ থেকে সড়কে পড়ছিল ব্যবসায়ীর তাজা রক্ত

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই বাসস্ট্যান্ডে বগুড়াগামী যাত্রীবাহী শাওন এন্টারপ্রাইজ নামের একটি বাসের ছাদ থেকে এক ব্যক্তির ‌মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। নিহত ওই হরেক মালের ব্যবসায়ীর নাম-পরিচয় পাওয়া যায়নি।৩০ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-বগুড়া সড়কে বাসটির ছাদ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই  ব্যবসায়ী আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যেতে পারেন বলে জানান কালাই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হুমায়ুন কবির জানান।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে বাসটি (বগুড়া-জ-০৪-০০২৪) কালাই বাসস্ট্যান্ডে পৌঁছে। এ সময় ওই বাসের ছাদ থেকে সড়কে তাজা রক্ত পড়ছিল। তা দেখে বাসস্ট্যান্ডের চেইন মাস্টার শহিদুল ইসলাম আতাউর রহমানসহ বেশ কয়েকজন লোক থেমে থাকা বাসের ছাদে উঠে দেখতে পান সেখানে এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। নিচে নামিয়ে ভ্যানে করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়।সিএনজি চালক খোরশেদ আলম বলেন, ‌‘জয়পুরহাট-বগুড়া মহাসড়কের নিশ্চিন্তা তেলের পাম্পের পশ্চিম পাশে বিদ্যুৎ লাইনের খুঁটিতে নিয়ন্ত্রণ হারিয়ে মালবোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে বিদ্যুতের তারগুলো সড়কে ঝুলে যায়। স্থানীয় লোকজন পল্লীবিদ্যুৎ অফিসে এ খবর দেয়। এরই মধ্যে যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে এসে তারের নিচ দিয়ে পার হলে বিকট শব্দ হয়। তারপরও বাসটি সেখানে না থামিয়ে কালাই বাসস্ট্যান্ডে গিয়ে থামে। এর পুরো দায় বাস চালকের।’  কালাই বাসস্ট্যান্ডের চেইন মাস্টার শহিদুল ইসলাম বলেন, ‘বাসটি জয়পুরহাট বাসস্ট্যান্ড থেকে ছাড়ার আগে নিহত ব্যক্তি প্লাস্টিকের হরেক মাল নিয়ে ছাদের ওপরে ওঠেন। কালাই বাসস্ট্যান্ডে থামার পর ছাদ থেকে নিচে তাজা রক্ত পড়া দেখে আমিসহ বেশ কয়েকজন ছাদের ওপর উঠে দেখি রক্তাক্ত অবস্থায় তিনি পড়ে আছেন। তাকে নামিয়ে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ওই ব্যক্তিকে নিয়ে ব্যস্ত থাকায় বাস চালক বাসটি নিয়ে বগুড়ার দিকে পালিয়েছে।’কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। তথ্য প্রযুক্তির সাহায্যে নিহত ব্যক্তির পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।