নাচোলে ভ্যানচালক হত্যার মামলার আসামিসহ গ্রেফতার ৩
মো. হানিফ মেহমুদ চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অটোভ্যান চালক রাজু আহম্মেদ (২১) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। ঘটনায় সরাসরি জড়িত একজনসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোভ্যান ও হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত।২৮ জুন শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এ তথ্য জানান।তিনি বলেন, গত ২২ জুন বিকেলে রাজু প্রতিদিনের মতো অটোভ্যান নিয়ে বের হন। রাত ১০টার পরেও বাড়ি না ফেরায় পরিবারের সন্দেহ জাগে। পরদিন সকালে পারিলা-চাঁনপুকুর গ্রামের কাছে একটি আমবাগানে তাঁর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।ঘটনার তদন্তে নেমে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬ জুন ভোরে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে মূল আসামি খাদেমুল ইসলাম ওরফে মধু (২৪) কে গ্রেফতার করা হয়।জিজ্ঞাসাবাদে খাদেমুল জানায়, রাজুর সঙ্গে তার বন্ধুত্ব ছিল এবং তারা নিয়মিত গাঁজা ও চুয়ানি জাতীয় মাদক সেবন করত। অটোভ্যানটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে সে রাজুকে চুয়ানি খাইয়ে অচেতন করে ধারালো চাকু দিয়ে গলা ও পিঠে আঘাত করে নির্মমভাবে হত্যা করে।পরদিন সকালেই সে চাঁপাইনবাবগঞ্জের ফতেপুর মসজিদপাড়ার আমিনুর রহমান (২২) ও তার বাবা আমানত আলীর কাছে ২০ হাজার টাকায় ভ্যানটি বিক্রি করে দেয়। পরে ওই বাড়ির আঙিনা থেকে রাজুর ভ্যানটি উদ্ধার করে পুলিশ।পুলিশ আরও জানায়, আসামির দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত চাকু, রক্তমাখা কাপড় ও নিহতের মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার ওসি শহিন আকন্দ ও নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।