মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের ছাদ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল খালেক দেওয়ান (৪৮) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
৭ আগস্ট বৃহস্পতিবার দুপুরের দিকে কলেজ ক্যাম্পাসে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত খালেক সদর উপজেলার পাছবারইল গ্রামের বাসিন্দা এবং আশকর দেওয়ানের ছেলে।
কলেজ ও পারিবারিক সূত্রে জানা গেছে, খালেক ও তার ভাই হেকমতসহ চারজন শ্রমিক প্রায় দেড় মাস ধরে দৈনিক মজুরিতে কলেজ ক্যাম্পাসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিলেন। ঘটনার দিন কলেজ প্রশাসনিক ভবনের ছাদ পরিষ্কারের নির্দেশ দেওয়া হয়।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন কাজ করলেও কলেজ কর্তৃপক্ষ নিরাপত্তা নিশ্চিত করেনি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই ছাদে কাজ চলছিল। একপর্যায়ে ছাদের পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে খালেক বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দ্রুত তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের ভাই হেকমত জানান, হঠাৎ দেখি ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গেছে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, তিনি আর নেই।
পরিবারের দাবি, কলেজ কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছে। তবে এ ঘটনায় মামলা না করার জন্য তাদের ওপর চাপও সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ স্বজনদের।
এ বিষয়ে দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুজ্জামান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা পরিবারকে আর্থিক সহায়তা এবং একজনকে চাকরির ব্যবস্থা করার চেষ্টা করব।
মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমান উল্লাহ জানান, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া দাফনের আবেদন করেছে। অনুমতি সাপেক্ষে মরদেহ হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available