• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে শ্রাবণ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৯:৫৮ (07-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে শ্রাবণ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৯:৫৮ (07-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

গোপালগঞ্জে কারাগারে স্বজনদের দেখতে এসে হামলার শিকার

৭ আগস্ট ২০২৫ বিকাল ০৫:০১:১২

গোপালগঞ্জে কারাগারে স্বজনদের দেখতে এসে হামলার শিকার

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে জেলা কারাগারে স্বজনদের দেখতে এসে হামলার শিকারের অভিযোগ ভুক্তভোগীর।

৭ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় কাইয়ুম শেখ ও তার বোন রেশমা গোপালগঞ্জ সেন্ট্রাল কারাগারে বড় বোনের মেয়ে জামাইকে দেখতে এসে এ হামলার শিকার হন। পারিবারিক শক্রতার জেরে এ হামলার শিকার হন তারা।

সরেজমিনে জানা যায়, বড় বোনের মেয়ে জামাই আব্দুর রহমানকে গোপালগঞ্জ জেলা কারাগারে দেখতে আসেন তারা। জেলা কারাগারের সামনে আসলে সেলিম কাজীর নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে। হামলায় গুরুতর আহত হন কাইয়ুম শেখ ও তার বড় বোন রেশমা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যপারে গোপালগঞ্জ সদর থানায় কাইয়ুম শেখ বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন গোপালগঞ্জ মাঝিগাতী মোস্তফা কাজীর ছেলে সেলিম কাজী (৩২), খুলনা বটিয়াঘাটার বদরুজ্জামানের ছেলে নাঈম (২৪), শেখ বদিউজ্জামানের মেয়ে রাবেয়া জামান (১৯),শেখ বদিউজ্জামানের স্ত্রী লাকি বেগম (৪৫),সহ ৫-৭ জন ভুক্তভোগীদের মেরে ফেলার উদ্দেশ্য তাদের উপর হামলা করে।এ সময় হামলাকারীরা রেশমার গলায় থাকা একটি ১ভরি ওজনের স্বর্ণের চেইন ও ৭ আনা ওজনের একজোড়া স্বর্ণের কানের দুল জোরপূর্বক ছিনিয়ে নেয়, যার আনুমানিক বাজার মূল্য ২,১০,০০০/- টাকা।

এ ব্যাপারে আহত রেশমা বলেন, আমরা রিক্সায় গোপালগঞ্জ জেলা কারাগারে সামনে গেলে সেলিম কাজীসহ ১০-১২জন আমাদের উপর সন্ত্রাসী হামলা চালায় । সন্ত্রাসীরা আমাকে ও আমার ভাইকে রিক্সা থেকে নামিয়ে মারধর শুরু করে এক পর্যায়ে ওরা আমার মাথায় ছুরি দিয়ে কোপ দেয়। আমাদের জানের নিরাপত্তা নাই। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি করেন ভুক্তভোগীর পরিবার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ আরও ৪ জন ডেঙ্গু আক্রান্ত
৭ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:০২:৫০






খুলনায় প্রিজন সেল থেকে আসামির পলায়ন
৭ আগস্ট ২০২৫ বিকাল ০৫:৫৩:৩৩